বাংলা সিরিয়াল

হাতি নাকি মানুষ খায়! লেখিকা গঙ্গোপাধ্যায়ের লেখা ‘গুড্ডি’ ধারাবাহিকের গল্প দেখে হেসে লুটোপুটি সোশ্যাল মিডিয়ার জনগণ

বর্তমানে বাংলা ধারাবাহিক গুলিতে পরকীয়া, ত্রিকোণ প্রেমের সম্পর্ক, অবৈধ সম্পর্ক দেখতে দেখতে বিরক্ত হয়ে উঠেছে দর্শক। তার মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল স্টার জলসার গুড্ডি। এই ধারাবাহিক শুরুর সময় থেকেই দেখানো হয়েছিল ধারাবাহিকের ত্রিকোণ প্রেমের গল্প ফুটিয়ে তোলা হবে।

কিন্তু সেই প্রেমের গল্প যে এরকম ভাবে হাস্যকর দৃশ্য ফুটিয়ে তোলা হবে সেটা কেউই বুঝতে পারিনি। বর্তমানে গল্পের গরু গাছে উঠেছে। অবাঞ্ছিত গল্প দেখিয়ে নিজেদের মিম ম্যাটেরিয়াল বাণী তুলেছে এই ধারাবাহিক। এমনকি ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা নিয়ে চলছে হাসাহাসি।

সম্প্রতি এই ধারাবাহিকে দেখানো হচ্ছিল নিজের বর্তমান স্ত্রী শিরীনকে নিয়ে হানিমুনে গিয়েছে অনুজ এবং সেখানেই এডুকেশনাল ট্যুরে নিজের স্যার এবং কলেজের বন্ধুবান্ধবদের সঙ্গে উপস্থিত হয়েছে অনুজের প্রাক্তন স্ত্রী গুড্ডি। ধারাবাহিকে দেখানো হয় ঘুরতে বেরিয়ে বন্ধুদের থেকে আলাদা হয়ে যায় গুড্ডি এবং নিজের প্রাক্তন স্ত্রীকে খুঁজে বার করার জন্য অনুজ নিজের বর্তমান স্ত্রী কে ফেলে রেখে জঙ্গলে ছুটে যায়।

এরপরে নিজের স্ত্রীকে সে খুঁজে বের করে। আর তারপরে অনুজের মুখে শোনা যায় সেই অবাঞ্ছিত হাস্যকর কথা অনুজ বলে, ‘তা যদি আজকে সত্যি হাতির পেটে যেতে তাহলে কী হত?’ জবাবে গুড্ডি বলে- ‘কী আবার হত? ওরাও পেট ভরে কিছু খেতে পেত। ওরাও তো কিছু খাবার জন্যই জঙ্গলের বাইরে বেরিয়ে আসে’। গুড্ডি আর অনুজের এই সংলাপ দেখে হাসি থামছে না নেটিজেনদের।

এত বছর যেটা শোনা যায়নি সেটা লেখিকা গঙ্গোপাধ্যায় ধারাবাহিকের মাধ্যমে মানুষজন জানতে পারছে। হাতি নাকি মানুষ খায়। তৃণভোজী নাকি আবার মাংস খায়। ধারাবাহিকের এই এপিসোড দেখে তো দর্শক হেসে লুটোপুটি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে রীতিমতো মিম তৈরি হয়ে গিয়েছে। লীনা গঙ্গোপাধ্যায় কে নিয়ে হাসাহাসি শুরু হয়ে গেছে নেটের মাধ্যমে। লেখিকার এত নিম্নমানের বুদ্ধি দেখে প্রত্যেকেই অবাক হয়েছেন।

একজন লেখেন- ‘হাতিদের হার্ট অ্যাটাক হয়েছে এই ভিডিয়োটা দেখবার পর’। অপর একজনের মন্তব্য ‘তাহলে জানা গেল হাতি ও আজকাল মানুষ খায় ,যায় হোক সিরিয়াল না থাকলে আমরা জানতাম এই না,ভাগ্যিস এই সিরিয়াল টা এসেছিল আমাদের এই পৃথিবীতে না হলে তো জানতেই পারতাম না’। অনেকে লেখেন- ‘কোন কোম্পানির গাঁজা খেয়ে এরা এই সিরিয়াল গুলো বানায়’।

Related Articles