বাংলা সিরিয়াল

‘পুরুষ মানুষ ভীতু হতেই পারে!কিন্তু তাই বলে সে এতটাই বলদ হবে যে বিপদ দেখলেই ভয়ে পালাবে আর অন্যে তাকে বাঁচাবে এই আশায় বসে থাকবে?’-গাঁটছড়াতে কুনালের চরিত্র নিয়ে তুমুল ট্রোল সোশ্যাল মিডিয়ায়!

স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখা যায় যে, ঋদ্ধির ছোটো ভাই কুনাল চরিত্রটি গল্পের মধ্যে হিরো চরিত্র হলেও এই চরিত্রটি একদমই অন্যরকম, তথাকথিত হিরোদের মত এই চরিত্রটি নয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো trolling শুরু হচ্ছে। হিরো চরিত্র একটু অন্য ধরনের ভীতু এইরকম হতেই পারে, কিন্তু তাই বলে কুনালের মতো হবে যে বিপদে পড়লেই ভয়ে পিছিয়ে পড়বে- এমনটা সচরাচর দেখা যায় না!

স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, কুনাল যতবার বিপদে পড়ছে ততবার বনি এসে তাকে বাঁচাচ্ছে আর সে বিপদে পড়ে এতটাই ভয় খেয়ে যাচ্ছে যে, প্রতিরোধ করার ক্ষমতাটুকুও তার হারিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন যেমন লিখেছেন যে ,“পুরুষ মানুষ Unsmart, ভীতু হতেই পারে স্বাভাবিক!! কিন্তু একটা পুরুষ এতটাও ব ল দ, মেরুদণ্ডহী হয় না যে একটা বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবে না #ফাগুন_বউ সিরিয়ালে রোদ্দুর Umsmart,ভীতু, সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলো,কিন্তু সে এতটা অবলা ছিলো না যে কোনো বিপদে পড়লে লড়াই করতে পারবে না।

বিপদ দেখলেই সে দৌড়ে পালাতো না লড়াই করার সাহস/ইচ্ছা ছিলো তার মধ্যে। গাঁটছড়া সিরিয়ালে কুণাল ক্যাবলা,ভীতু, মেরুদণ্ডহীন। সে একটা বিপদে পড়লে তার সাথে লড়াই করার সাহস/ইচ্ছা কোনো টাই রাখে না। বরাবরই বিপদে পড়লে সাহায্যের জন্য অন্যের মুখাপেক্ষী হতে হয় তাকে।

সর্বপোরি একটা মেয়ে এসে তাকে বিপদ থেকে উদ্ধার করে। একই জিনিস বারবার রিপিট সেটা পুরো বিরক্তিকর লাগে। কুনালের ব্যবহার, চলাফেরা দেখে ওরে পুরো মেয়েলি লাগে (রিয়াজ না)। কুণাল চরিত্রটাকে এতটাও ব ল দ, মেরুদণ্ডহীন, মেয়েলি না করলে পারে মেকার্স রা।”

Related Articles