বাংলা সিরিয়াল

“লালকুঠি বন্ধের কথা না ভেবে স্লট চেঞ্জ করুন, প্রমো দিন” – জনপ্রিয় রাহুল রুকমা জুটির লালকুঠি বন্ধের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব ধারাবাহিকের অনুরাগীরা

ধারাবাহিক বর্তমানে বিনোদন জগতের একটি অন্যতম জনপ্রিয় অংশ হয়ে উঠেছে। সারাদিনের কর্মব্যস্ত জীবনের পর সন্ধ্যেবেলা ধারাবাহিক দেখতে পছন্দ করেন এমন দর্শকের অভাব নেই। যার কারণে এই ধারাবাহিকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু দিন দিন ধারাবাহিকের কনটেন্টের অবস্থা যা হচ্ছে যার কারণে দর্শক একদম দেখতে পছন্দ করছেন না। বারবার তারা চাইছেন একটু ভিন্ন স্বাদের কোন গল্প। যেসব গল্প মানুষের পছন্দের।

কিন্তু বিষয় হল ধারাবাহিক নির্মাতারা দর্শকের এসব কথায় কান দেন না। কারণ তাঁদের কাছে টিআরপি শেষ কথা। একটু ভিন্ন স্বাদের ধারাবাহিক আনলেও তাঁরা টিআরপি তোলার কারণে শেষে গিয়ে ধারাবাহিককে অন্য মোড়ে ঘুরিয়ে দেন। কিন্তু তারপর যখন দর্শক বিরক্ত হয়ে ধারাবাহিক দেখা বন্ধ করে দেন তখন টিআরপি কমতে থাকে। আর যার কারণে অসময়ে বন্ধ করে দিতে হয় ধারাবাহিক। আর যার পরিবর্তে আসে নতুন নতুন বহু ধারাবাহিকের ঝাঁক। এর মধ্যে একটি নতুন ধারাবাহিক এসেছিল তা হলো “লালকুঠি”।

শুরু থেকেই ধারাবাহিকের দর্শকের নজর কেড়েছিল এর জুটি। রাহুল রকুমার জুটি এর আগেও “দেশের মাটি” ধারাবাহিককে নজর কেড়েছিল। তারপরে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যায় এই জুটিকে। ধারাবাহিকের মূল ইউএসপি হয়ে উঠেছে এই জুটি। তবে বর্তমানে ধারাবাহিকের টিআরপি দিন দিন কমছে। আর এই নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে জল্পনা।

কারণ জি বাংলার পর্দায় আসতে চলেছে দুটি নতুন ধারাবাহিক। প্রথম “নিম ফুলের মধু” যা শুরু হবে ১৪ই নভেম্বর থেকে। তবে আমরা জানি এই ধারাবাহিকটি “পিলু” ধারাবাহিকের পরবর্তীতে আসতে চলেছে। এরপরেই আমরা শুনতে পেলাম “সোহাগ জল” ধারাবাহিকের কথা। কিন্তু এই ধারাবাহিকটি কবে শুরু হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। মূলত সেই নিয়েই শুরু হল সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথাবার্তা।

এরপরেই টেলিপাড়ায় জল্পনা শোনা গিয়েছিল যে হয়তো বন্ধ হয়ে যেতে পারে “লালকুঠি”। আর যার জেরেই সোশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিবাদ শুরু করেন লালকুঠি ধারাবাহিকের অনুরাগীরা। তাদের প্রত্যেকের বক্তব্য মোটামুটি একই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। তারা সকলেই বলছেন যে ধারাবাহিক শেষ করার কথা না ভেবে ধারাবাহিকের ট্র্যাক পরিবর্তন করার চেষ্টা করুন। টিআরপি দিয়ে কোন ধারাবাহিকের জনপ্রিয়তা আগেভাগেই বিচার করে নেওয়া সম্ভব নয়। ধারাবাহিতির মোড় ঘোরালে টিআরপি আবার বাড়বে।

Related Articles