বাংলা সিরিয়াল

৬২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন লিলি চক্রবর্তী নিম ফুলের মধু করতে গিয়ে প্রথম এপিসোডেই ঘাবড়ে গিয়েছিলেন! বিরক্ত হয়ে বলেছিলেন ‘ওসবের চাইতে কার্টুন দেখা ভালো!’

বাংলা চলচ্চিত্র জগতের তার বর্ষীয়ান অভিনেত্রী হলেন লিলি চক্রবর্তী, ছোট পর্দা থেকে বড় পর্দা সবেতেই তার অবাধ বিচরণ। ৮১ বছর বয়সের এই অভিনেত্রী বর্তমানে নিম ফুলের মধু ধারাবাহিকে সৃজনের ঠাম্মির ভূমিকায় অভিনয় করছেন। উত্তম কুমার,তুলসী চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তী অভিনেতাদের সাথে অভিনয় করা লিলি চক্রবর্তী ‘ভানু পেল লটারি’র মধ্য দিয়ে প্রথম চলচ্চিত্র জগতে পদার্পণ করেন।

দত্ত বাড়িতে পর্নার সব থেকে বড় সাপোর্ট হলেন ঠাম্মি বর্ষীয়ান হয়েও সেখানে সবথেকে আধুনিক চরিত্র তার। তবে এই অভিনেত্রী এক সময় এক সাক্ষাৎকারে বলে ছিলেন যে, তিনি আর কখনো মেগা সিরিয়ালে ফিরবেন না।

সেই সময় মেগা সিরিয়াল না করার কারণ হিসেবে তিনি বলে ছিলেন, তিনি মনে করেন যে বাংলা সিরিয়াল দেখার থেকে কার্টুন দেখা ভালো।

এই কথা বলার পরেও নিম ফুলের মধু ধারাবাহিকে দত্ত পরিবারের সর্বময় কর্ত্রী হিসেবে অভিনয় করবার সুযোগ এলে তিনি তা প্রত্যাখ্যান করতে পারেন না, তিনি রাজি হন। হয়তো ধারাবাহিকের এই চরিত্রটা অন্যান্য ধারাবাহিকের চরিত্রের থেকে অভিনব হওয়ার কারণেই তিনি এই চরিত্রটা একসেপ্ট করে ছিলেন।

তবে একটি সাক্ষাৎকারে একবার অভিনেত্রী জানান, ৬২ বছরের অভিনয় জীবনে যা হয় নি,‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে সেই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। কী সেই অভিজ্ঞতা জানেন? কথা প্রসঙ্গে অভিনেত্রী জানান যে নিম ফুলের মধু ধারাবাহিকে প্রথমেই একটি এপিসোড ছিলো, যেখানে দেখানো হয়ে ছিল যে, গঙ্গাস্নান করতে গিয়ে ডুবে যাচ্ছেন সৃজনের ঠাম্মি এবং তখন পর্না তাকে গিয়ে বাঁচায়। সেই দৃশ্যটি করতে গিয়ে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী। কারণ অভিনেত্রী জানান সাঁতার না জেনেও ডুবে যাওয়ার দৃশ্য করতে হয়েছিল তাকে তাই প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন তিনি।

Related Articles