বাংলা সিরিয়াল

পুতুল দিয়ে কাপড়ের জটলা দিয়ে কাজ চালানোর যুগে মিঠাই একটা সত্যিকারের একটা বাচ্চা প্রেজেন্ট করতে পেরেছে! বাচ্চাটার বয়স ১ বছর না ১ দিন তা নিয়ে মাথা না ঘামিয়ে ধন্যবাদ দেওয়া উচিত’-মিঠাই সদ্যোজাত বাচ্চার বয়স বেশি বলে ট্রোল করার প্রতিবাদে মোক্ষম জবাব দিলেন নেটিজেনদের একাংশ!

বাংলা ধারাবাহিকে যখন কোন বেবি ট্রাক আসে তখন বাচ্চার পরিবর্তে একটি পুতুল বা একটি জোড়া পুটলি দেওয়া তোয়ালে নিয়ে কাজ চালানো হয়। হিন্দি ধারাবাহিকের ক্ষেত্রে যেখানে একটি বেবি ট্র্যাককে খুব সুন্দর ভাবে আনা হয় সেখানে বাংলা ধারাবাহিকে এই ধরনের ট্রাককে এড়িয়ে যাওয়া হয় এবং লিপ নেওয়া হয়। কারণ ছোট বাচ্চা দিয়ে শুটিং করানোর সুবিধা বাংলা ধারাবাহিকের সেই ভাবে থাকেনা এই বিষয়টা প্রায় মোটামুটি সমস্ত দর্শকই জানেন।

তাই যেকোনো ধারাবাহিকেই যখন বেবি ট্রাক আসে তারপর একটি লিপ নেওয়া হয়, সেই সমস্ত ক্ষেত্রে মিঠাই ধারাবাহিক একটি সম্পূর্ণরূপ একটি ব্যতিক্রম ধারাবাহিক। এক দুবার নয় প্রায় ৫৬ বার বঙ্গ সেরা হওয়া এই ধারাবাহিক বিভিন্ন ক্ষেত্রে নিজের অভিনবত্ব বজায় রেখেছে, এইবারও রাখল। বাংলা কোন ধারাবাহিকে যেখানে সেইভাবে নিউবর্ন বেবিকে দেখানোই হয় না সেখানে রীতিমতো শুটিং করা হলো মিঠাই ধারাবাহিকে নিউবর্ন বেবি কে নিয়ে।

কিন্তু এই নিয়েও একদল মানুষ সমালোচনা শুরু করেছেন, মিঠাই ধারাবাহিকে যে শিশুটিকে নিয়ে শুটিং করা হয়েছে, সেই শিশুটিকে সদ্যোজাত মনে হচ্ছে না, এক বছরের শিশু বলে মনে হচ্ছে বলে দাবি করেছেন কেউ কেউ। কেউ আবার বলেছেন সদ্যজাত শিশু এত বড় হয়ে জন্মায় নাকি? কারোর আবার বক্তব্য এই শিশুটির বয়স এক বছর ৮ মাস।

এই প্রসঙ্গে এক মিঠাই ভক্ত লিখেছেন, “Hats off team mithai….পুতুল দিয়ে, কাপড়ের জটলা দিয়ে কাজ চালানোর যুগে যে সত্যিকারের একটা বাচ্চা প্রেজেন্ট করতে পেরেছেন তার জন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।বাচ্চাটা ৮মাস না ১বছর ৮মাসের হলেও একই কৃতজ্ঞতা জানাতাম। কারণ, আপ্নারা আমাদের কে নতুন বাবার কাছে সত্যিকারের বাচ্চার প্রথম ছোঁয়াটা প্রেজেন্ট করেছেন।
ধন্যবাদ।”

Related Articles