বাংলা সিরিয়াল

আড়াই বছরের পুরনো তো কি নতুনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে মিঠাই! নিম ফুলের মধুর সঙ্গে তুলনা শুরু মিঠাই ভক্তদের

জি বাংলা(Zee Bangla)র ধারাবাহিক গুলির মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় ধারাবাহিক যদি নাম যদি করা যায় সেটি হলে মিঠাই(Mithai)। অন্যদিকে মাস তিনেক হয়েছে শুরু হয়েছে নয়া ধারাবাহিক নিম ফুলের মধু(Nim Phuler Modhu। দুটি ধারাবাহিক এই মুহূর্তে ভীষণ জনপ্রিয়। কিন্তু টিআরপির কথা যদি ওঠে সেদিক থেকে নিম ফুলের মধু মিঠাইকে টেকা দিয়েছে। সপ্তাহে নিম ফুলের মধু যেখানে চার নম্বর স্থানে সেখানে দাঁড়িয়ে মিঠাই ছিটকে গেছে টিআরপি তালিকা থেকে। সেরা ১০-এ জায়গা করতে পারেনি এই জনপ্রিয় ধারাবাহিক।

তারপরে সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রমো। মিঠাইয়ের প্রমোতে দেখা গেছে ডাকাত এবং পুরোহিত সে যে সিড এবং মিঠাই মিঠিকে বিয়ের মন্ডপ থেকে তুলে আনতে গেছে। কারণ তার পাত্র নাকি রেডি করা আছে। অন্যদিকে নিম ফুলের মধুর প্রমোতে দেখা গেছে যে দত্ত বাড়িতে আজ অব্দি কোনদিন কোন মেয়ে বউ নাইটি পড়েনি তাদেরকে নাইটি পড়াবে বলে রীতিমতো অখিলেশের সঙ্গে চ্যালেঞ্জ লড়েছে পর্না।

জমজমাট দুই প্রমো দেখেই হেসে গড়াগড়ি খেয়েছেন দর্শক। দুটি ধারাবাহিকের ভিউ শেয়ার কমেন্ট চোখে পড়ার মতো। আর তাতেই মিঠাই ভক্তরা তুলনায় নেমেছে নিম ফুলের মধু ধারাবাহিকের সঙ্গে। প্রসঙ্গত নিম ফুলের মধু ধারাবাহিকের প্রমোতে ভিউ হয়েছে১.২ মিলিয়ান, আর মিঠাইতে হয়েছে ১.৩ মিলিয়ান। আড়াই বছরের পুরনো ধারাবাহিক হয়েও নতুন ধারাবাহিককে অবলীলায় হারিয়ে দিয়েছে মিঠাই।

বোঝাই যাচ্ছে মিঠাই ভক্তদের পাওয়া ঠিক কতটা। সেই নিয়ে এক ভক্ত লিখেছেন,’জাস্ট views টা দেখো মিঠাই এর,,,,, ২.৫ বছরের হয়ে গেলো তাও নতুন সিরিয়ালের সাথে তাল মিলাচ্ছে। এটা কি কম বিষয় মনে হয় ।
কমেন্ট ও শেয়ারও সেই একই সাথে তাল মিলাচ্ছে।

ক্রেজ কতটা আছে মিঠাই এর তা আমরা বলতে হবে না ।
it’s not easy to love বুঝলে’।

নিম ফুলের সঙ্গে মিঠাইয়ের তুলনা অনেকেরই পছন্দ হয়নি। কেউ বলেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে নিম ফুলের মত ধারাবাহিকটি অনেক বেশি জনপ্রিয়। উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই টলিউডের শোনা যাচ্ছে মিঠাই ধারাবাহিক নাকি শেষের পথে। এমনকি ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গেছে এমন গুঞ্জনে উঠেছিল। একই সঙ্গে জি বাংলার প্রোডাকশনের নতুন ধারাবাহিক ফুলকি আসার কথা রয়েছে। তারপর থেকেই গুঞ্জন যেন আরও বেশি করে দানা বাঁধে। তবে পরীক্ষা টক বা কলাকুচরির তরফ থেকে এখনো কোনো রকম খবর সামনে আসেনি।

Related Articles