বাংলা সিরিয়াল

স্মৃতিভ্রষ্ট হয়েছে কিন্তু নীতিভ্রষ্ট না, মিঠাই রানী আবার বুঝিয়ে দিল খেলা এখনো বাকি, লাঠি নিয়ে তেড়ে গেল আগের মতো

জি বাংলার ( Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মিঠাই(Mithai)। শুরু থেকেই দর্শকমহলে এই ধারাবাহিক মারাত্মকভাবে জনপ্রিয়। যতদিন গিয়েছে মিঠাই নিজের কেরামতি দেখিয়েছেন। তবে বর্তমানে গল্প এসেছে আমূল পরিবর্তন। আর এই পরিবর্তন ধারাবাহিকের ভাগেও পরিবর্তন এনে দিয়েছে। কারণ যে ধারাবাহিক একটা টাইমে টিআরপি তালিকাতে টপে থাকতো। ধারাবাহিক টিআরপির খাতাতে নাম তুলতেই হোঁচট খাচ্ছে। কারণ গল্পের মূল আকর্ষণ মিঠাই মারা গিয়েছে।

তবে আবার টিআরপিতে নাম তুলতে এবং দর্শকদের ইচ্ছার প্রাধান্য দিয়ে মিঠাইকে আবার ফিরিয়ে আনা হয়েছে ধারাবাহিকে। কিন্তু মিঠাই ফিরে এলেও তার স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে। তার কোন কিছুই মনে নেই। অন্যদিকে মিঠাই এর পাশাপাশি ফিরে এসেছে এক ছোট্ট মেয়ে যার নাম আবার মিষ্টি।

মিষ্টি তাকে মা বলে ডাকলেও এখনো পর্যন্ত তাদের মধ্যে সম্পর্ক সামনে আসেনি। আবার মিঠাইকে যারা আশ্রয় দিয়েছে তারা মোটেই মিঠাইকে পছন্দ করেনা। সব মিলিয়ে মিঠাইকে ফিরিয়ে আনলেও দর্শকদের এখনো ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছেন ধারাবাহিক নির্মাতারা।

কিন্তু মিঠাইয়ের স্মৃতি নষ্ট হলেও তার কাজকর্ম স্বভাব চরিত্র একটুও বদলায়নি। আগে যেমন অন্যায় দেখলেই মিঠাই তেড়ে যেত। এখনো ছোট্ট মেয়েরকে রক্ষা করতে মিঠাই কেটে গেছে তাকে যারা আশ্রয় দিয়েছে তাদের দিকেই। রীতিমতো লাঠি নিয়ে তাড়া করেছে তাদের। আর এই দৃশ্যটাই যেন মিঠাই ভক্তদের কাছে সোনায় সোহাগা। এর আগেও মিঠাইকে দেখা গেছে অন্যায়ের প্রতিবাদ করে দুষ্কৃতীদের সামনে মুখোমুখি হতে লাঠি নিয়ে তেরে যেতে। বর্তমান সময়ের এই দৃশ্য যেন সেই স্মৃতি কিছুটা উসকে দিল।

এক নেটিজেন খুশি হয়ে লিখেছেন,’শক্তের ভক্ত, নরমের যম কিংবা সোজা আঙ্গুলে কাজ না হলে আঙ্গুল বাঁকা করতে হয় কিংবা লাথো কা ভূত বাতো সে নেহি মানতা – মিঠাই রানীর বদৌলতে এই চিরচেনা কথাগুলো আবার নতুন করে মনে পড়ে গেলো আমাদের দর্শকদের তাই না ??? এভাবেই ‘মিষ্টির মা’, নরমে গরমে পরিস্থিতি ঠিক সামলিয়ে রাখে, আগেও রেখে এসেছে – হতে পারে এখন সে স্মৃতিভ্রষ্ট, তাই বলে, নীতিভ্রষ্ট কিন্তু নয়!! আর, আমাদের ‘মিষ্টি’ পরী হলো সেই মায়েরই যোগ্য মেয়ে !’

Related Articles