বাংলা সিরিয়াল

হেরে গেল মিঠাই! দেড় বছরের মাথায় প্রথম থেকে হঠাৎ করেই ছিটকে দ্বিতীয়তে! মিঠাইকে টপকে প্রথম স্থানে জগদ্ধাত্রী! মন খারাপ মিঠাই ভক্তদের

বাংলা ধারাবাহিকের ইতিহাসে এমন কিছু কিছু ধারাবাহিক সবসময় থাকে যেগুলি যত দিন যায় তত বেশি জনপ্রিয়তা লাভ করে। টিআরপি তালিকাতে তাদের ফলাফল যেমনই হোক না কেন। জনপ্রিয়তা নিরিখে কিন্তু তারা সবসময় এগিয়ে থাকে দর্শকদের মনে। তেমনই একটি ধারাবাহিক হল মিঠাই(Mithai)। দীর্ঘ দু’বছর দুমাস ধরে দর্শকদের মনে একটা আলাদাই জায়গা করে রেখেছে এই ধারাবাহিক।

এখনো বহু পুরস্কার আসে এই ধারাবাহিকের ঝুলিতে। তবে সম্প্রতি ঘটে গেল এক মারাত্মক রদবদল। সারা ভারতের বিভিন্ন ধারাবাহিক নিয়ে এক সার্ভে করে ওরম্যাক্স পপুলার ফিকশন ক্যারেক্টার। সেখানে বাংলার মতোই হিন্দি তামিল তেলেগু সমস্ত ভাষার ধারাবাহিককে নিয়ে সেরার বিচার করা হয়।

তেমনি বাংলার ক্ষেত্রে মুক্তি পেয়েছে ওরম্যাক্স পপুলার ফ্রিকশন ক্যারেক্টারের তালিকা। যে তালিকাতে টানা দেড় বছর ধরে প্রথমের জায়গা ধরে রেখেছিল মিঠাই। কিন্তু হঠাৎ করেই সবকিছু ওলট-পালট করে মিঠাই দ্বিতীয় স্থানে চলে যায়। আর প্রথম স্থানে উঠে আসে জগদ্ধাত্রী(Jagadhatri)। জি বাংলার এই ধারাবাহিকও বেশ জনপ্রিয়। টিআরপি টপার না হলেও চ্যানেল টপার হয়ে চলেছে এই ধারাবাহিক।

সম্প্রতি এক ফাইল সেই নিয়েই লিখেছেন,’Ormax popular fiction characters (Bangla)
February, 2023
প্রায় ১.৫ বছর পর, মিঠাই প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে চলে গেল, প্রথম বার জগদ্ধাত্রী প্রথম স্থানে , নতুনদের জায়গা করে দিতে পুরোনো দের সরে আসতে হয় কালের নিয়মে ,
Congratulations All 5 Members’।

তবে মিঠাই দ্বিতীয় স্থানে গেলেও তার পাশে রয়েছেন তার ভক্তরা। মেনে নিয়েছেন একটা সময় প্রথম স্থান পুরনোদের ছেড়ে দিতেই হয় নতুন এলে। কিন্তু তার মানে এটা কখনোই নয় তার জনপ্রিয়তা কমে গিয়েছে। বরং দেড় বছর ধরেছে একটানা মিঠাই প্রথমের জায়গা ধরে রেখেছে তাতেই খুশি ভক্তরা।

Related Articles