বাংলা সিরিয়াল

টিআরপি নেই তো কী, এখনো সেরার সেরা মিঠাই! অনুরাগের ছোঁয়ার দীপাকে বাজিমাত দিল সকলের প্রিয় মিঠাই রানী

ধারাবাহিক জগতে যেসব ধারাবাহিক আমরা দেখতে পাই তার সব যেমন জনপ্রিয়তা অর্জন করতে পারে না। ঠিক তেমনি এমন বেশ কিছু ধারাবাহিক হয় যেগুলি দর্শক মহলে এতটা জনপ্রিয়তা অর্জন করে ফেলে যে তাদের টিআরপি না থাকলেও দর্শকমহলে তাদেরকে নিয়ে মাতামাতি থাকে যথেষ্ট। এমন কিছু গল্প এমন কিছু চরিত্র মানুষের মনে একেবারে দাগ কেটে যায়। আগেও আমরা এমন অনেক ধারাবাহিক দেখেছি যেগুলি শেষ হয়ে গেলেও তাদের চরিত্র, তাদের গল্প ভুলতে পারেনি দর্শক। এই ধারাবাহিকগুলি জনপ্রিয়তা পাওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকে যেমন ভালো অভিনেতা অভিনেত্রীদের সুদক্ষ অভিনয়, ভালো গল্প, গল্পের ভালো পরিবেশনা। ফলতো তাদের কাজকর্মের অকৃত্রিমতা জন্যই মূলত দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করে ধারাবাহিক।

বর্তমানে এইরকম জনপ্রিয়তা অর্জন করেছে এমন একটি ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। গল্পের অকৃত্রিমতা ৮ থেকে ৮০ সকলকে একেবারে উন্মত্ত রেখেছে। টানা দু’বছর ধরে চলছে এই ধারাবাহিক তবুও তার জনপ্রিয়তায় এতোটুকু আঁচ আসেনি। টিআরপি তালিকাতে, রেটিং পয়েন্ট তলানিতে ঠেকলেও ধারাবাহিকের আলাদা একটা ফ্যান বেস আছে এ কথা মানতেই হবে। অন্যদিকে ধারাবাহিকের জনপ্রিয়তা রয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

মিঠাইয়ের মৃত্যু দেখানো হলে দর্শক বেশ মুষড়ে পড়েছিলেন। তারা শুধুমাত্র চান মিঠাই আর সিদ্ধার্থের জুটিকে। মিঠিকে দিয়ে সৌমিকে কামব্যাক করানো হলেও দর্শকের মনে তা পোষায়নি। আর তাই টিআরপি টানতে ধারাবাহিককে নানান রকম টুইস্ট টানা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত সে সমস্ত টুইস্টের ফল টিআরপি তালিকায় দেখতে পাওয়া যায়নি।

যদিও টিআরপি কম হলেও ধারাবাহিকের যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার প্রমাণ আমরা পাই মাঝেমধ্যেই। তেমনই প্রমাণ পাওয়া গেল আরো একবার। আবারো সেরার সেরা হলো মিঠাই। নভেম্বর মাসের একটি এপিসোডে মিঠাইয়ের মৃত্যুর পর্ব দেখানো হয়েছিল। কিন্তু পরের মাসেই অর্থাৎ ডিসেম্বরেই মিঠাই মোস্ট পপুলার ফিকশন চরিত্র হিসেবে স্থান পেয়েছে। তাই এইবারও সেই হলো সেরার সেরা। মিঠাইকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে Ormax Media – র তরফ থেকে।

Related Articles