বাংলা সিরিয়াল

ধারাবাহিক শুরু হতে না হতেই সোমরাজ তিতিরের টক্কর শুরু হয়ে গেছে! মন দিতে চায় এর নতুন প্রোমো তে দেখা যাচ্ছে রাস্তায় একে অপরের পাশে দাঁড়িয়েও দুজন দুজনকে কথা শোনাতে ছাড়ছে না নায়ক নায়িকা!

জি বাংলার সদ্য শুরু হওয়া জনপ্রিয় ধারাবাহিক মন দিতে চায়। রাত্রি সাড়ে দশটায় হচ্ছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকে ঋত্বিক আর অরুনিমার জুটি ইতিমধ্যেই দর্শকদের মন কেড়ে নিয়েছেন তবে দর্শকদের একাংশের মানুষ ইতিমধ্যেই বলছেন যে ঋত্বিকের মতো মানুষকে অহংকারী দাম্ভিক চরিত্রে খুব একটা ভালো মতো মেনে নেওয়া যাচ্ছে না, অন্যদিকে অরুনিমার প্রাণবন্ত সহজ সরল চরিত্রের প্রশংসায় পঞ্চমুখ দর্শক।

আসলে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের সাত্যকি চরিত্রটা এতটাই গেঁথে গিয়েছে দর্শকদের মনে যে সেইখানে দাঁড়িয়ে এত তাড়াতাড়ি সোমরাজের মত একটি চরিত্রকে একসেপ্ট করতে পারছেন না মানুষ।

মন দিতে চায় ধারাবাহিকের গল্পটি, চার বোনের একটি গল্প। চার বোনের সংসারে রোজগেরে বোন হল তিতির, এই তিতিরের সাথে চার বোনের বন্ডিং তার হাস্য মুখর পারিবারিক পরিবেশ, নায়কের সাথে তিতিরের কেমিস্ট্রি ইত্যাদি নিয়েই নতুন ধারাবাহিক মন দিতে চাই চলে এসেছে। ধারাবাহিক শুরু হতে না হতেই ধারাবাহিকের নতুন প্রোমো চলে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে, সোমরাজের অহংকারী মনোভাবকে টেক্কা দিয়ে গেছে তিতিরের প্রাণবন্ত প্রাণচ্ছ্বল স্বভাব।

ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে যে, তিতির রিকশা থেকে নামার সময় তার জামাটা রিক্সার দাড়ে লেগে ছিঁড়ে যায় , তখন রাস্তার ধারের লোফার ছেলেরা তিতির কে নিয়ে উল্টোপাল্টা মজা করতে থাকে। এই সময় সোমরাজ নিজের কোর্টটা খুলে তিতিরের গায়ে দিয়ে বলে, রাস্তায় চলতে গেলে ছেলেদের কে পাশে লাগবেই মেয়েদের। এরপর দেখা যায় কিছুটা দূর এগিয়ে সোমরাজের একটা অর্ডার এসেছে।

অর্ডারটা নেওয়ার পরে যখন সোমরাজ মানি পে করতে যায় তখন দেখা যায় তার মানিব্যাগটাই নেই। এই সময় তিতির এসে মানিব্যাগটা দিয়ে বলে আপনার কোর্টের পকেটে ছিল এবং একই সাথে এও বলে চলার পথে রাস্তায় কখন কাকে কার দরকার পড়বে সেটা কেউ আগের মুহূর্তে বলতে পারে না।

Related Articles