বাংলা সিরিয়াল

লিড রোল থেকে সোজা সাইড রোল? বাবা মায়ের অসুস্থতার জন্য ধীরে ধীরে সরে যেতে হয়েছে চরিত্র থেকে! দীর্ঘ বছর পর অভিনয় জগতে ফিরে যা বললেন নিম ফুলের মধুর তিন্নি ওরফে নবনীতা

বাংলা টেলিভিশন জগতে বিশেষ করে ধারাবাহিকের(Bengali Serial) ক্ষেত্রে নবনীতা মালাকার(Nabanita Malakar) একটি অত্যন্ত পরিচিত নাম। একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাকে। ২০১৫ সালে কালার্স বাংলায় ‘আপনজন’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পাওয়া রাখেন তিনি। এরপর জি বাংলার ‘এই ছেলেটা ভেলভেলেটা’তে খলনায়িকা ঐশ্বর্যার চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন নবনীতা।

কিন্তু আচমকায়ে বিনোদন জগত থেকে দূরে চলে যান তিনি। পুণ্যি পুকুর ,মনসা, মহাপ্রভু শ্রীচৈতন্য , মঙ্গলচন্ডীর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিন্তু হঠাৎ করে মূল চরিত্র থেকে সাইড রোলে চলে গেলেন তিনি? এমনটা কেন হল? দীর্ঘ বছর পর এ প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল তাকে।

অভিনেত্রী নবনীতা মালাকার জানান, আমি প্রচুর লিড ক্যারেক্টারে অভিনয় করার অফার পেয়েছিলাম। কিন্তু বিভিন্ন কারণে সেগুলি করা হয়ে ওঠেনি। কাজ না থাকায় অনেকদিন বসে ছিলাম। সেকেন্ড লিড চরিত্র করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আমার বাবা-মা দুজনেই অসুস্থ। তাদের ওষুধ লাগে সব সময়।

সামান্য থেমে আরও বলেন সংসারটা পুরোটাই আমার উপর নির্ভরশীল। আমার কাছে যা ছিল তা দিয়ে আমি এক বছর টেনে দিয়েছি। তারপর মনে হয় না এবার কিছু একটা করতে হবে। লাইফে কিছু সময় চয়েস চলে আসে। তো আমার চয়েস এটাই যে আমার বাবা-মা আমার লাইফে বেশি গুরুত্বপূর্ণ। আমি ওদের জন্য যে কোন কিছু করতে পারি। ওরা না থাকলে আমি কাদের জন্য কাজ করব। ফিনান্সিয়াল কিছু ক্রাইসিসের জন্য কিছু সময় কিছু কাজ করে নেওয়া ভালো। এই অফারটা ভালোই ছিল। তাছাড়া দিনের শেষে পারফরম্যান্স কথা বলে।

তবে সায়ক কি কেবল তার বন্ধু? নাকি বন্ধুর থেকে একটু বেশি কিছু। সব কথাই স্বীকার করলেন অকোপটে। শুধু তাই নয় সায়কের সঙ্গে প্রেম করছেন শুনে কেঁদেছিল নবনীতার মা। সব মিলিয়ে এক খুনসুটির সাক্ষী থাকতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন।

Related Articles