বাংলা সিরিয়াল

‘দত্তবাড়ি ভাগ হলেই আপদ চুকে যায়! দিনরাত খালি কোন্দল, মিলমিশ নেই একটুও!’ নিম ফুলের মধুতে দত্তবাড়ি ভাগের প্রোমো দেখে বলছেন নেটিজেনরা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে দেখা যাচ্ছে যে বাবুর মা কৃষ্ণার প্ররোচনায় কৃষ্ণার বড় জা মাতঙ্গী মা সেজে দত্ত বাড়িতে প্রবেশ করে বলে যে, সতী লক্ষী মেয়ের সাথে সৃজনের বিয়ে দিলে তবেই সৃজনের জীবন বাঁচবে সতী লক্ষী মেয়ে কে? সে হলো তিন্নি,এই তিন্নির সাথে জোর করে সৃজনের বিয়ে দিয়ে দেওয়ার জন্য মাথার দিব্যি দেয় কৃষ্ণা এরপর বিয়ের পিঁড়িতে বসে তারা, এমন সময় সেখানে এন্ট্রি নেয় পর্ণা।

মাতঙ্গী মায়ের মুখ ধুয়ে দিয়ে এসে সকলের সামনে প্রমাণ করে দেয় মাতঙ্গীমার রূপ আসলে কী? মাতঙ্গী মা আসলে মৌমিতা আর সে ইচ্ছা করে তিন্নির সাথে বিয়ে দেওয়ার জন্য সমস্তটা প্ল্যান করেছিল এমনকি পর্না এবং সন্দীপনের নকল ছবিও তৈরি করেছিলো, সব জানতে পেরে রেগে যায় সৃজন।

কিন্তু সুযোগ বুঝে এই পরিস্থিতিতে পাল্টি খেয়ে যায় কৃষ্ণা, সে বলে সে এইসবের বিন্দু বিসর্গ কিছুই জানতো না, সে বুঝতে পারেনি যে মৌমিতা তিন্নিকে তার বাবুর গলায় ঝোলাবার জন্য এত বড় প্ল্যান করছে। এই কথা শুনে মৌমিতা এবং তার বর অয়ন চুপ থাকে,তিন্নিও চুপ থাকে।

কারণ মেজো কাকিমাকে তাদের হাতের মধ্যে রাখতে হবে সেই কারণে তারা মেজ কাকিমাকে চটায় না। তবে সব দেখেশুনে পর্ণা এতই রেগে যায় যে সে সৃজনের ঘর থেকে নিজের জিনিসপত্র নিয়ে গিয়ে ঠাম্মির ঘরে ওঠে,সে তার বরকে বলে যেখানে বিশ্বাস ই নেই, সেখানে বিয়ের মত একটা সম্পর্ক কিভাবে টিকবে?

তবে নিম ফুলের মধু ধারাবাহিকের আগামী পর্ব দেখে চোখ কপালে উঠেছে দর্শকের! সেখানে দেখা যাচ্ছে যে সৃজন রীতিমতো সবার সামনে বলছে যে তিন্নি কিছুতেই এই বাড়িতে থাকতে পারবেনা, তখন অয়ন বলে তিন্নি তোর টাকায় খায় না। এই সময় সৃজন বলে কে কার টাকার খায় সে হিসেব করিস না।

এইসব শুনে সৃজনের বড় জেঠু বলে আমি জানতাম পরবর্তী প্রজন্ম একে অপরকে খাবার খোটা দেবে, মা বাড়ি ভাগ করো! সব শুনে রীতিমতো চিন্তায় পড়ে যায় ঠাম্মিও, কিন্তু নিম ফুলের মধ্যে দত্ত বাড়ি ভাগ হবে শুনে দর্শক বলছেন, যে বাড়িতে নিত্যদিন অশান্তি ঝামেলা লেগে থাকে যৌথ পরিবারের কোন্দলই খালি প্রকাশ পায়, একটু ভালোবাসা মিলমিশ দেখতে পাওয়া যায় না, সেই বাড়ি ভাগ হলেই আপদ চুকে যায়।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

Related Articles