বাংলা সিরিয়াল

“কাজের মেয়ে বলে ট্যালেন্ট, স্বপ্ন থাকতে নেই নাকি?” – স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক, কাজের মেয়ে তুঁতে কি কলকাতায় এসে ফ্যাশন ডিজাইনার হতে পারবে?

চলতি বছরে চ্যানেলে চ্যানেলে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে একাধিক নতুন ধারাবাহিক। জি বাংলায় শুরু হয়েছে ‘মন দিতে চাই’, ‘ইচ্ছে পুতুল’-এর মতো ধারাবাহিক। যা টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে শুরুই করেছিল যে আইপিএল এসে হাঁটে হাঁড়ি ভেঙে দিল। তবে স্টার জলসাও পিছিয়ে রইল না।

চলতি সপ্তাহতেই সম্প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’। আর সেই সপ্তাহের শেষেই মুক্তি পেল নতুন ধারাবাহিকের ট্রেলার। পরপর দুটি ধারাবাহিক এনে স্টার জলসা এগিয়ে যেতে চাইছে অন্যান্য চ্যানেল গুলির থেকে। নতুন এই ধারাবাহিকের নাম ‘তুঁতে’। ধারাবাহিকের মুখ্য চরিত্রের নাম ধারাবাহিকের নামানুসারেই। এই ট্রেন্ডের অনেক নামই দেখা যায় যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করা নায়িকা চরিত্রের নামানুসারেই নাম হয় ধারাবাহিকের, যেমন : জি বাংলার ‘মিঠাই’, ‘মুকুট’ ইত্যাদি।

ধারাবাহিকের ট্রেলার তথা নতুন প্রোমো দেখে যা বোঝা গেল দর্শকমহলে এই ধারাবাহিক ইতিমধ্যেই ছেয়ে গেছে। ১৪ লাখের বেশি ভিউ পেয়েছে এই প্রোমো তাও মাত্র ৬ ঘন্টায়, ৫০ হাজারের বেশি রিয়্যাক্টও পরেছে এই পোস্টে। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দ্বীপান্বিতা রক্ষিত এবং সাইদ আরেফিন। ধারাবাহিকের কাহিনী নিম্নরূপ :

গ্রামের মেয়ে তুঁতে, তার গ্রামে তৈরি হয় সুন্দর নকশা করা শাড়ি, আর সেই শাড়ি তৈরিতে একেবারে সিদ্ধহস্ত তুঁতে। তার বানানো শাড়ি হার মানাবে বড় বড় ফ্যাশন ডিজাইনারদের তৈরি করা জামাকাপড়কেও। তবে শহরের একটা নামী ফ্যাশন ডিজাইন কোম্পানি থেকে আসে একজন, আর এক বছরের মাইনার টাকা দিয়ে তুঁতে কে নিজের কর্মচারী বানিয়ে নেয় সে। তুঁতের সৎ মা লোভে পরে টাকাটা নিয়ে তুঁতেকে পাঠিয়েও দেয় কলকাতায়।

ওদিকে তুঁতে জানে সে কলকাতায় যাচ্ছে ডিজাইনার হতে, কিন্তু বড় ওই রাজপ্রাসাদ বাড়িতে ঢুকেই তার হাতে ধরিয়ে দেওয়া হয় ঘর মোছার লাঠি, আর বলা হয় ভেঙে পরে যাওয়া কাঁচের গ্লাসটা যেন সে পরিষ্কার করে দেয়। তখন তুঁতে জানায় সে তো এখানে ফ্যাশন ডিজাইনার হতে এসেছে, কাজের লোক হতে নয়। তখন সামনে থেকে উত্তর আসে কাজের লোক হয়ে ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখা। তখনই প্রবেশ হয় গল্পের নায়কের, সে পিছন থেকে জানায়, “কাজের মেয়ে বলে ট্যালেন্ট, স্বপ্ন থাকতে নেই নাকি?”।

মোট কথা গল্পে দেখানো হবে গ্রামের প্রতিভাবান নকশা তৈরি করা তুঁতের শহর কলকাতায় এসে বড় মাপের ফ্যাশন ডিজাইনার হওয়ার গল্প। থাকবে অনেক বাধা অনেক বিপত্তি, তবে সে সমস্ত কিছুকেই অতিক্রম করে তুঁতে কি তার স্বপ্ন পূরণ করতে পারবে?

Related Articles