বাংলা সিরিয়াল

মিঠাই-খড়ি ওসব এখন ভেন্টিলেশনে, এখন বাজার কাঁপাচ্ছে জগদ্ধাত্রী, নয় নয় করে এবারেও সেরার তকমা ছিনিয়ে নিয়ে গেল জি বাংলার এই ধারাবাহিক, প্রতিপক্ষ চ্যানেলও কম যায় না, দেখে নিন এবারের সেরাদের তালিকা

বৃহস্পতিবার মানেই দুরু দুরু বুকে রিপোর্ট কার্ড চেক করা। ভয়ে সিঁটিয়ে থাকেন ছোট পর্দার তারকারা। কি যে রয়েছে ভাগ্যে তা তো দেখাই যাবে বৃহস্পতিবারে টিআরপির (TRP List)তালিকা হাতে পেলে। অবশ্য ধারাবাহিক প্রেমীরাও খুব একটা শান্তিতে থাকেন এমনটা নয়। তাদের পছন্দের ধারাবাহিক এবারে নাম তুলতে পারল নাকি আবার প্রতিপক্ষ চ্যানেলই জিতে গেল। এই চিন্তা মনে পাক দিয়ে বেড়ায়।

তাহলে বলে রাখি যারা জগদ্ধাত্রী(Jagadhatri) ধারাবাহিকের ভক্ত তাদের জন্য এবারও রয়েছে সুখবর। এই এই সপ্তাতেও সেরার সেরা শিরোপা ছিনিয়ে নিয়ে গেল জগদ্ধাত্রী ধারাবাহিক। যাকে বলে একেবারে ক্লিন বোল্ড। ৮.৯ নম্বর ঢোকালো তাদের ঘরে। প্রসঙ্গত এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখার্জিকে। পর্দায় জগদ্ধাত্রী- স্বয়ম্ভুর কেমিস্ট্রি তাক লাগিয়েছে দর্শকদের। এছাড়া মাঝেমধ্যেই গল্পে আসছে নয়া মোড়। একটি সামলাতে সামলাতে আরেকটি প্লট এসে যাচ্ছে। তাহলে কি করে বেঙ্গল টপার না হয়ে থাকতে পারে।

তবে বাদ যায় না অনুরাগের ছোঁয়া(Anurager Choya)। সামান্য পিছিয়ে এই ধারাবাহিক জায়গা দখল করল দ্বিতীয় স্থানে। মোট প্রাপ্ত নম্বর ৮.৪। দুই বোন সোনা এবং রুপা তাদের মিষ্টি ঝগড়া দিয়ে মন জয় করছে দর্শকদের। অন্যদিকে দীর্ঘ আট বছরের অপেক্ষা শেষ করে দর্শকদের শান্ত করতে দেখা হল সূর্য এবং দীপার। বোঝাই যাচ্ছে আগামী দিনে আসতে চলেছে নয়া টুইস্ট।

তিন নম্বর স্থানে সেই গৌরী এলো(Gouri Elo)। গৌরী এবং ঈশান জুটি দুজনে মিলে পাকা করল নিজেদের জায়গা। অন্যদিকে চার নম্বর স্থান পেল খেলনা বাড়ি এবং পাশে রইলো নিম ফুলের মধু। দেখা যাচ্ছে সেরা পাঁচের তালিকাতে এগিয়ে রয়েছে জি বাংলা(Zee Bangla)। পাঁচটির মধ্যে প্রথম চারটি তাদের ধারাবাহিক।

তবে অবস্থা খুব একটা ভালো নয় স্টার জলসার(Star Jalsha)। ৬ নম্বর স্থানে রয়েছে সদ্য শুরু হওয়ার রাঙা বউ। অন্যদিকে এক সময় বাংলা কাঁপানো মিঠাই(Mithai) গাঁটছড়া ধারাবাহিক পৌছে গিয়েছে ভেন্টিলেশনে। নিত্যনতুন প্লট আনলেও দর্শকদের পছন্দের তালিকা থেকে ক্রমশই নেমে চলেছে এই দুই ধারাবাহিক।

Related Articles