বাংলা সিরিয়াল

‘খারাপ বলছে মানে তারা দেখছে সে সিরিয়াল, আমার কাজ দেখলেই হল’ – ধারাবাহিক নিয়ে সমালোচনার বিষয়ে মুখ খুললেন পঞ্চমী ওরফে অভিনেত্রী সুস্মিতা

মাত্র এক মাস, শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’। মূল গল্পই নাগদেবতা, তাঁদের অলৌকিক ক্ষমতা এবং তাঁদের জীবনের ঘটনাকে কেন্দ্র করে। ধারাবাহিকে দেখানো হয়েছে পঞ্চমী একজন ইচ্ছেধারী নাগিনী। তবে সে সবে মাত্র জানতে পারল তাঁর আসল রূপ সম্পর্কে। এসব নিয়েই এগোচ্ছে বর্তমান গল্প।

প্রসঙ্গত, ধারাবাহিকের মুখ্য চরিত্র অর্থাৎ পঞ্চমীর চরিত্রে কাজ করছেন অভিনেত্রী সুস্মিতা। বাংলা ধারাবাহিক জগতে ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের হাত ধরে এসেছেন। এরপর কাজ করেছেন ‘বৌমা একঘর’ ধারাবাহিকে। কিন্তু টিআরপির অভাবে মাত্র ৩ মাসের মধ্যে বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিক।

তবে ইতিমধ্যেই নতুন ধারাবাহিক নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কিন্তু অভিনেত্রী ধারাবাহিকের ফলাফলে বেশ খুশি। শুরুতেই টিআরপি লিস্টে প্রথম ৫-এ জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এক বিশিষ্ট সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের তরফে অভিনেত্রীর সাথে যোগাযোগ করা হলে এই বিষয়ে তিনি বলেন, ‘আমার ভালই লাগছে। লোকে যতই খারাপ বলুক আমার কোনও সমস্যা নেই৷ কারণ খারাপ বলছে মানে তারা দেখছে সে সিরিয়াল। আমার কাজ দেখলেই হল’

Related Articles