বাংলা সিরিয়াল

‘পঞ্চমীতে ফ্যামিলির বকবক টিআরপি ধরে রেখেছিল দর্শকের কথা শুনে নাগিন রূপ দেখিয়ে টিআরপি কমালো’-পঞ্চমীর টিআরপি কমায় আক্ষেপ প্রকাশ করলেন এক নেটিজেন!

বর্তমানে ধারাবাহিকের যে টিআরপি দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বেঙ্গল ধারাবাহিক হয়েছে অনুরাগের ছোঁয়া ‌‌। টিআরপি বেড়েছে গাঁটছড়ার। অন্যদিকে স্টার জলসার নাগিন কেন্দ্রিক প্রথম ধারাবাহিক পঞ্চমিক টিআরপি কমেছে। পঞ্চমী আর রাঙা বউ দুজনেই একই টি আর পি পেয়েছে ৭.২‌। যা দেখে দর্শকদের মধ্যে বেশ কিছু মানুষ হতাশ এবং একইসঙ্গে অবাক। কারণ পঞ্চমী হলো সেই ধারাবাহিক যে ধারাবাহিক প্রথম সপ্তাহে এসেই খেল দেখিয়ে বাজিমাত করে বঙ্গ সেরা দুই হয়েছিল এবং অন্য একটি মতে বঙ্গ সেরা ধারাবাহিক হয়েছিলো।

এখানেই শেষ নয় হিন্দিতে বহু নাগিন কেন্দ্রিক ধারাবাহিক দেখা গেলেও বাংলায় সেই রকম নাগিন কেন্দ্রের কোন ধারাবাহিক দেখা যায়নি। স্টার জলসা প্রথম এরকম একটি নাগিন কেন্দ্রিক ধারাবাহিক এনেছে বাংলায়। তাই এই ধারাবাহিক নিয়ে দর্শকদের উৎসাহ উদ্দীপনা শেষ ছিল না তারা অনেক আশা করেছিলেন যে বাংলায় এই নাগিন কেন্দ্রিক ধারাবাহিক ও হিন্দিতে আবার ডাব হবে আর এই ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে। কিন্তু দেখা যাচ্ছে যে হিন্দিতে যে বিষয়গুলি জনপ্রিয়তা পায় বাংলায় কিন্তু সেই বিষয়গুলি জনপ্রিয়তা পাচ্ছে না।

হিন্দি ধারাবাহিকে আমরা নাগিনে দেখে থাকি নাগিনের জীবন নাগ-নাগিনীদের বিভিন্ন ঘটনা, নাগিনদের বিভিন্ন শক্তি এবং বিশেষ করে রূপ বদলের ঘটনা ইত্যাদি দর্শকদের আকর্ষিত করে কিন্তু বাংলায় দেখা যায় ঘরোয়া গল্প দেখতেই মানুষ বেশি পছন্দ করেন।

সেই কথা মাথায় রেখেই পঞ্চমী নাগিন ভিত্তিক গল্প হলেও তাতে ঘরোয়া গল্প দেখাচ্ছিলেন লেখিকা, কিন্তু দর্শকরা পঞ্চমীতে নাগিনের গল্প দেখতে চাইলেন তা দেখাতেই টিআরপি কমছে বলে মত প্রকাশ করেছেন একাংশ। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন তাই লিখেছেন,
“পঞ্চমীতে ফ্যামেলির বকবকই TRP ধরে রেখেছিলো

দর্শকদের কথা শুনে নাগিন রূপ এনে TRP কমালো”

Related Articles