বাংলা সিরিয়াল

‘এক্কাদোক্কায় কোর্ট কেস চলছে দেখে সোহাগ জলেও কোর্ট কেস আনা হলো কপি ভালোই করতে পারে!’ শুভ্রর ওপর চুরির দায় আনতে জুঁইয়ের রুখে দাঁড়ানো দেখেই বলছেন নেটিজেনরা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ জল’। এই ধারাবাহিকে দূরে গিয়েও কাছে আসার গল্প দেখানো হয়। আসলে জুঁই আর শুভ্র বিয়েটা হয়েছিল একটা ব্যবসায়িক ডিলের উপর ভিত্তি করে, যার বিষয়ে কোন কিছুই জানতো না জুঁই। বিয়ে নিয়ে একরাশ স্বপ্ন দেখেছিল সে, কিন্তু বিয়ের পর সে জানতে পারে তার দাদা তার স্বপ্ন বিক্রি করে টাকা নিয়েছে ‌‌। আসলে শুভ্র বিয়েটা করেছিল জুঁইয়ের বাবার কিছু জমি আছে জেনে আর জুঁই এর দাদা তাকে শর্ত দিয়েছিল যে, জুঁই কে বিয়ে করলে তবেই জমির দলিল পাবে। তাই বিয়ের পর জুঁই এর স্বপ্ন ভেঙে গেলেও জুঁই শুভ্রর পাশে দাঁড়ায় তার দাদার খোঁজ পেতে।

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে যে, তহবিল তসরূপ এর মিথ্যে দায় আনা হয়েছে শুভ্রর ওপর। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন এই পর্ব দেখে লিখেছেন, ‘ওনাকে যদি নিয়ে যেতেই হয় তাহলে আমার লাশের ওপর দিয়ে নিয়ে যেতে হবে ‘!!

উনি কোত্থাও যাবেন না, কিছুতেই যাবেন না!!! ‘শুনেছেন সবাই ‘!!
নিজের স্বামী কে বাঁচাতে একজন সত্যিকারের প্রকৃত সহধর্মিণীর মতো কথা। যদিও শেষ রক্ষা করতে পারেননি। তহবিল তছরুপের মিথ্যে দায়ে চোর সাজিয়ে শুভ্র বাবুকে জেলে নিয়ে যাওয়া হয়েছে।
শেষপর্যন্ত জুঁই কী বাঁচতে পারবেন তার শুভ্র বাবুকে!!!!
জানতে হলে অবশ্যই চোখ রাখুন T.V পর্দায় .. দারুন এপিসোড
দেখতে থাকুন ‘সোহাগ জল’…
#Shohag_Jol.
#Shuvro. #Jui”- এই দেখে একজন আবার বলছেন, কপি করতে বেশ জানে, যেই দেখল বিপরীত চ্যানেলে কোর্ট কেস চলছে, তেমনি এই ধারাবাহিকও কোর্ট কেস টেনে আনলো।

আর একজন আবার এই বক্তব্যের বিরোধিতা করে বলেছেন যে, “যদি তাই হয় তাহলে আপনার বিপরীত চ্যানেলের ওই ধারাবাহিকটিও তো সোহাগ জলের কপি করেছে যেই দেখল ডিভোর্সের পর ভালোবাসা দেখানো হবে এখানে তেমনি ওখানেও ডিভোর্স দেখিয়ে ভালোবাসা দেখাচ্ছে।”-প্রসঙ্গত উল্লেখ্য বিপরীত চ্যানেলের ধারাবাহিক বলতে এখানে স্টার জলসার সেম স্লটের ধারাবাহিক এক্কা দোক্কার কথা বলা হচ্ছে।

Related Articles