বাংলা সিরিয়াল

মিঠাইয়ের নতুন অধ্যায়ের প্রথম পর্ব নিয়েই শুরু হয়ে গেল ট্রোল, সিদ্ধার্থ কে পুলিশ অফিসার দেখে অবাক দর্শক

এক সপ্তাহের মধ্যেই জি বাংলার মিঠাই ধারাবাহিক এসেছে বিরাট পরিবর্তন। ধারাবাহিকের গল্প বেশ কিছু বছর এগিয়ে গিয়েছে। মিঠাইয়ের মৃত্যুর পর পাল্টে গিয়েছে অনেক কিছুই। শাক্য বড় হচ্ছে ধীরে ধীরে, তার দুষ্টুমিতে সারাক্ষণ বিরক্ত সিদ্ধার্থ।

ওইদিকে নিপার মা সিদ্ধার্থের সঙ্গে নিপার মামাতো বোনের বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর শ্রী, নন্দা, নিপা সবার লুকে পরিবর্তন করা হয়েছে। আর সবচেয়ে বড় চমক হল সিদ্ধার্থ ময়রা থেকে রাতারাতি পুলিশ অফিসার হয়ে গিয়েছে। যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রল, সমালোচনা চলছে।

অন্যদিকে মিঠাইয়ের চ্যাপ্টার শেষ। মিঠি হিসেবে ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন সৌমিতৃশা। বর্তমানে মিঠি এবং মিঠাই কি এক নাকি তা নিয়ে চলছে জোর জল্পনা। নাকি মিঠি হল মিঠাইয়ের জমজ বোন এইসব নিয়ে আপাতত অনেক ধরনের ধারণা তৈরি হচ্ছে দর্শকদের মনে। তবে মিঠাইয়ের নতুন অধ্যায়ের প্রথম পর্বতেই ট্রলের মুখোমুখি হতে হল ধারাবাহিককে।

প্রথমত সিদ্ধার্থের কর্পোরেট চাকুরীজীবী থেকে ময়রা এবং ময়রা থেকে সোজাসুজি পুলিশ অফিসার হয়ে যাওয়া লজিক এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছেন না দর্শক। মিঠাইয়ের মৃত্যুর জন্য যারা আসল দোষী, তাদেরকে শাস্তি দিতেই নাকি সিদ্ধার্থ পুলিশ অফিসার হয়েছে, এমনটাই শোনা যাচ্ছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেছেন ‘কর্পোরেট চাকুরী থেকে মিষ্টিওয়ালা থেকে রিকি রকস্টার থেকে আবার মিষ্টিওয়ালা থেকে পুলিশ অফিসার। মানব সভ্যতার ক্রম বিবর্তন যেন..’।

অন্য দিকের মিঠির এন্ট্রি নিয়েও হাসাহাসি চলছে দর্শক মহলে। প্রথম সিনেই দেখা হয় মিঠি পাহাড়ের মেয়ে ধবধবে সাদা পাহাড়ের বুকে দাঁড়িয়ে রয়েছে সে। যদিও সেই দৃশ্য থেকে কারুর বুঝতে হবে না ওই দৃশ্য ক্রোমা স্ক্রিনে শ্যুট করা, তারপর গ্রাফিক্সের মাধ্যমে পাহাড় বসানো হয়েছে।

কিন্তু সেই গ্রাফিক্সের কাজ এতটাই নিম্নমানের যা চোখে লেগেছে ভীষণরকমভাবে। যা দেখে হতাশ ভক্তরা। অনেকেই লিখছেন, ‘সস্তার কাঞ্চনজঙ্ঘা দেখালো, টাকা নেই জি কাকুর’। মিঠির এই লুক দেখে অনেকে লিখেছেন, ‘পুরো কিরণমালার পিশাচিনির মতো লাগছে’। কেউ আবার লিখেছেন, ‘এ তো পুরো কার্টুন লাগছে’।

অন্যদিকে নন্দা এবং শ্রী কে অতিরিক্ত বয়স্ক দেখানো হচ্ছে বলে দাবি করেছেন দর্শক। আপাতত শাক্য র শিক্ষিকা হিসেবে মনোহরাতে এন্ট্রি নিয়েছে মিঠি। এরপরে ধারাবাহিককে কি হতে চলেছে সেটাই দেখার অপেক্ষা।

Related Articles