বাংলা সিরিয়াল

‘একটু মিঠাইয়ের মতো কথা বলো’ ভিনীতা মঞ্চে উঠতেই মিঠাই ভেবে ভুল করলেন অনেকে, একদম হুবহু মিল! তবে মিঠাই ভক্তরা মানতে নারাজ, ‘সৌমিতৃষা ইজ সৌমিতৃষাই’

টেলিভিশন জগতের পরিচিত মুখ ভিনীতা চ্যাটার্জি(Vinita Chatterjee)। ধারাবাহিক ‘মেম বউ’ এর মধ্যে দিয়ে জগতে পা রেখেছিলেন তিনি। তারপরও সেভাবে ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি তাকে। তারমানে এই নয় যে বিনোদন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি। চর্চায় রয়েছে তার অন্যতম ছবি ক্লোন। যার মূল বিষয় একই রকম দেখতে মানুষ এই পৃথিবীতে রয়েছে আরও সাতজন। ঠিক আপনার মত মানুষ এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে আরো সাতজন। ভাবা যায়! আর সেটাও নাকি পরীক্ষিত সত্য। তবে নিজের ছবির কথা বলতে গিয়ে নিজেই সেই বিপদে পড়ে গিয়েছেন বিনীতা।

তিনি মঞ্চে উঠলে কেউ তাকে মোনালি ঠাকুর(Monali Thakur) ভেবে ভুল করেন কেউবা মিঠাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি স্টেজে উঠার পর কয়েকজন দর্শক তার কাছে অনুরোধ করতে শুরু করেন লুটেরা ছবির ‘সাওয়ার লু’ গান গাওয়ার জন্য। আবার কেউ কেউ মিঠাইয়ের(Mithai) মুখের সঙ্গে অদ্ভুত মিল পান তার। অনুরোধ করতে থাকেন মিঠাইয়ের মত করে ডায়লগ বলতে। কিন্তু ভিনীতা তাদের বুঝিয়ে পারেন না তারা যাকে ভাবছেন তিনি সেটা নয়।

বরং সম্পূর্ণ অন্য এক মানুষ তিনি। নিজের ছবির একটা বড় অংশ তিনি নিজের জীবনের সঙ্গে মিলিয়ে ফেলতে পারবেন এটা বোধহয় ভাবতে পারেননি ভিনীতা। যার বিপরীতে দেখা যাবে রাহুল অরুনোদয় ব্যানার্জিকে। তবে তিনি বিশ্বাস করেন যতই একরকম মানুষের সঙ্গে মুখের মিল থাকুক না কেন মানুষের প্রত্যেকের পরিচয় তাদের আলাদা আলাদা ব্যবহারে।

তবে এই বিষয়ে একেবারেই মানতে নারাজ মিঠাই ভক্তরা। তাদের স্পষ্ট দাবি মিঠাই ইজ মিঠাই। ওর মতন কেউ হতে পারে না। শুধুমাত্র টিআরপি পাওয়ার জন্য কেউ কেউ তার নাম ব্যবহার করছে। সৌমিতৃষা(Soumitrisha Kundu) একজনই হয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে মিঠাই ভক্তরা মিঠাইকে সিদ্ধার্থ ছাড়া আর কারোর সঙ্গে ভাগ করতে একেবারেই রাজি নয়।

Related Articles