বাংলা সিরিয়াল

মেখলা-অনুরাগ থেকে ঝোরা-স্রোত-মহার্ঘ্য! লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রের নামকরণ নজর কেড়েছে দর্শকের

বাংলা ধারাবাহিকের কথা ভাবলেই অন্য অনেকের সাথেই মনে পড়বে অন্যতম জনপ্রিয় লীনা গঙ্গোপাধ্যায়ের। তিনি যে শুধু ধারাবাহিকের গল্পের লেখিকা তা কিন্তু নয়। তিনি একজন লেখিকা পরিচালক এবং প্রযোজক। নানান ধরনের গল্প বাংলার ঘরে ঘরের মানুষকে উপহার দেন তিনি। যদিও তাঁর ধারাবাহিকের গল্পের স্টাইলে বেশিরভাগ পরকীয়া, ত্রিকোন প্রেম এটা দিয়ে অনেক কিছুই লক্ষ্য করা যায়। যা বর্তমানে দর্শক খুব বেশি পছন্দ করেন না।

কিন্তু এই কথা স্বীকার করতেই হবে যে, যেকোন কাজের ক্ষেত্রেই পজিটিভ, নেগেটিভ দুটো দিকই থাকে। সেই সব কিছুকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াই মানুষের ট্যালেন্ট। যা যথেষ্ট আছে লেখিকা গঙ্গোপাধ্যায়ের মধ্যে। তাই একটা কথা স্বীকার করে নিতেই হবে যে বাংলার ঘরে ঘরে বিশেষত মা বোনেদের বিনোদনের অন্যতম মাধ্যম বাংলা সিরিয়াল। আর সেখানে গল্পের যথেষ্ট সম্ভার এনে হাজির করছেন তিনি।

জানা যায় গল্প লেখার ক্ষেত্রে লেখিকা সব থেকে প্রিয় বিষয় হল চরিত্রের নামকরণ। এই বিষয়টিতে লেখিকার পারদর্শিতার প্রমাণ নজরে পড়েছে দর্শকদেরও। লেখিকার নামে যে নতুনত্ব থাকে তা বেশ পছন্দ করছেন মানুষ। তাঁর দেওয়া নামগুলি মানুষের মনে একেবারে গেঁথে যায়। যেমন, মেঘলা-অনুরাগ, সমুদ্র-কাঁকন, রোদ্দুর-মহুল, মোহর-শঙ্খ, সৌজন্য-গুনগুন, পোখরাজ-রাধিকা, ঝোরা-স্রোত-মহার্ঘ্য।

সম্প্রতি অভিনেত্রী তৃণা সাহা তাঁর অভিনীত চরিত্রের নামগুলি নিয়ে নিজের বক্তব্য রেখেছেন। তিনি বলেন, ‘আমি কখনও কারও ঝোরা নাম শুনিনি। ভীষণ পছন্দ হয়েছে আমার নামটা। পরে জেনেছি ঝোরা কথার অর্থ ঝর্ণা’। নামকরণ নিয়ে কথা বলতে গিয়ে গল্পের লেখিকা লীনা বলেন, ‘আমরা খুব ভেবেচিন্তেই চরিত্রদের নামকরণ করেছি। যেখানে বর্ষা, বাদল, বৃষ্টি, ঝড় এই সব খেলা করে। অন্যদিকে গল্পে দর্শনেরও ছোঁয়া থাকবে। তাই কৌশিকের চরিত্রের নাম মহার্ঘ্য’।

Related Articles