বাংলা সিরিয়াল

ছোট্ট পান্তাভাতের কুন্ডু এখন আর ছোট্টটি নেই, যদিও এখনও নাচের দক্ষতা সমান! দীপান্বিতার প্রশংসায় পঞ্চমুখ দর্শক, ‘শুভশ্রীর গলা দিয়ে বেরিয়ে আসা উউউউউউউউউউউউ……শব্দটা খুব কানে লাগে…’ – ট্রল হলেন বিচারক শুভশ্রী!

জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ দেখেনি এমন‌ মানুষ এ তল্লাটে খুঁজে পাওয়া মুশকিল। একসময় জি বাংলার রিয়েলিটি শো-গুলি যে হারে টেলিভিশনের পর্দা কাঁপিয়ে গেছে তা বলাই বাহুল্য, সারেগামাপা, মীরাক্কেল, ডান্স বাংলা ডান্স, দাদাগিরি ইত্যাদি শো-গুলিই ছিল জি বাংলার প্রাণকেন্দ্র। তবে সময় বদলেছে, বদলেছে চেনা সমস্ত মুখও। জি বাংলায় আবার আসতে চলেছে ‘ডান্স বাংলা ডান্স’যেখানে মিঠুন চক্রবর্তীকে আবার আমরা দেখতে চলেছি ‘মহাগুরু’র আসনে।

এই শোয়ের এক নতুন প্রোমোয় দর্শকরা পেয়েছেন আর এক চেনা মুখ, যার নাম দ্বীপান্বিতা কুন্ডু, যিনি তাঁর আসল নামের থেকে মহাগুরুর দেওয়া ডাক নামে বেশিই প্রসিদ্ধ। ‘পান্তাভাতের কুন্ডু’, দেখুন তো নামটা চেনা চেনা লাগছে কিনা? পান্তাভাতের কুন্ডুর নাচের এক প্রোমো ছেড়েছে জি বাংলা সম্প্রতি। সেখানে সেই ছোট্টো দ্বীপান্বিতা আর খুদে নেই, দীর্ঘ ১২ বছর পেরিয়ে গেছে। দর্শকরা আবার তাঁর নাচের পারফরম্যান্সের প্রোমো দেখতে পেয়ে বেজায় খুশি।

স্বয়ং মহাগুরু মিঠুন চক্রবর্তী দ্বীপান্বিতাকে দেখে অবাক, প্রোমোতে বলেন “আরে পান্তাভাতের কুন্ডু তুই!”। এই সমস্ত মিষ্টি মিষ্টি ঘটনাসমূহ চলতেই থাকবে এবার যখন ডান্স বাংলা ডান্স আবার ফিরে এসেছে টিভির পর্দায়। তবে পারফর্মারদের নিয়ে যেমন ভালো ভালো কথা বলেছেন নেটিজেনরা, তেমনি ট্রোল হয়েছেন জাজেসরা। তিনজন জাজ আছেন এই শো-তে, শুভশ্রী গাঙ্গুলী, মৌনি রায় এবং শ্রাবন্তী চ্যাটার্জী।

সেই প্রোমোর পোস্টের তলায় কমেন্ট করেন “শুভশ্রীর একদম ড্রেসিং সেন্স নেই”। গত সিজনের জাজ ছিলেন সুপারস্টার জিৎ, কমেন্ট বক্সে অনেকে তাঁর কথাও জিজ্ঞেস করে হতাশ হয়েছেন যে এই সিজনে আমরা তাঁকে জাজ হিসেবে পাবো না। কেউ কেউ মৌনি রায়কে দেখে চিনতে না পেরেও কমেন্ট করেছেন। আর সবশেষে শুভশ্রীর হাসি নিয়ে কথা হবে না তা কি করে হয়। একজন কমেন্ট করে জানিয়েছেন শুভশ্রী আসলে হাসেন না চিৎকার করেন।

সোশ্যাল মিডিয়ার যুগে ট্রোলিং তো থাকবেই, মহাগুরুর প্রত্যাবর্তনে শো-র প্রযোজক অনেক আশাবাদী, ২০১০-১১ এর সিজেনের মতো ২০২৩ এর সিজনটিও দর্শকদের পছন্দ হবে বলে জানিয়েছেন। কারণ ডান্স পারফরম্যান্সেরও দিন পাল্টেছে, বেড়েছে কম্পিটিশন, আর সাথে থাকবে প্রতিভাবান অনেক প্রতিযোগী।

Related Articles