দেশ

‘মোদীর শাসনে দেশে গরীব মানুষের সংখ্যা বাড়ছে’! বিস্ফোরক মন্তব্য প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের

সম্প্রতি নতুন বছরের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তারপরেই এবার বাজেট এবং কেন্দ্রীয় শাসক দলকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। এদিন তিনি জানিয়েছেন কেন্দ্রের তরফে যে বাজেট পেশ করা হয়েছে তাতে গরীব এবং মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রাখা হয়নি। বিভিন্ন প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে যেগুলিতে আগে গরীব এবং মধ্যবিত্ত মানুষ উপকৃত হতেন।

এদিন একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন বিজেপি শাসনে ১০০ দিনের কাজের বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, পড়াশোনা সবক্ষেত্রেই অবনতি ঘটেছে বাজেটের ক্ষেত্রে। তিনি জানিয়েছেন দেশের শিক্ষিত যুবক যুবতী এবং বেকারদের জন্য মোদি সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি। ফলে আগামীতে দেশে গরীব মানুষ এবং বেকারের সংখ্যা আরো বাড়বে বলে মন্তব্য করতে দেখা গেছে তাকে।

অমিত মিত্র এদিন আরও জানিয়েছেন বাজেট থেকে স্পষ্ট হয়ে গিয়েছে দেশে মূল্যবৃদ্ধি ক্রমশ ঘটতে থাকবে এবং তা থামানোর জন্য কেন্দ্রীয় সরকারকে এখনই কড়া পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

Related Articles