বারাণসী গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! ‘জয় শ্রী রাম’ ধ্বনি বিজেপি সমর্থকদের, পাল্টা ‘জয় হিন্দ’ বললেন মুখ্যমন্ত্রী
উত্তরপ্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে এর আগেই প্রচারে নামতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি তিনি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতেও প্রচার করতে যাবেন তিনি। তবে এবার বারাণসীর দশাশ্বমেধ ঘাটে যাওয়ার আগে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গোটা বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে এদিন ঘাটে যাওয়ার প্রায় দুই কিলোমিটার আগে থেকেই মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সমর্থকরা। তাকে কালো পতাকা দেখানোর পাশাপাশি তার গাড়ি ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। তবে এরপরই গাড়ির কাঁচ নামিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এভাবে তাকে আটকানো যাবেনা। পাশাপাশি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে পাল্টা ‘জয়হিন্দ’ স্লোগান দিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
গোটা বিষয়টি নিয়ে মুখ খুলে এদিন কথা বলতে দেখা গিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। তিনি জানিয়েছেন বিজেপির মধ্যে এক ধরনের পুরুষতান্ত্রিক মনোভাব আছে যে কারণে তারা মহিলাদের ক্ষমতায় দেখতে চায় না। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তাদের এই প্রতিক্রিয়া অত্যন্ত স্বাভাবিক বলেই জানিয়েছেন ব্রাত্য বসু। তবে এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন বিক্ষোভের মুখে পড়লেও প্রচার সূচি থেকে পিছু হটবেননা তিনি।
#WATCH | West Bengal Chief Minister Mamata Banerjee attends Ganga Aarti at Dashashwamedh Ghat in Varanasi, Uttar Pradesh. pic.twitter.com/jlyG97fU9G
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 2, 2022