‘গোয়াতে হিন্দুদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে তৃণমূল, সাবধান হোন’! গোয়াবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
গোয়াতে আসন্ন নির্বাচন নিয়ে ইতিমধ্যেই ক্ষমতার লড়াইয়ে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ উদ্যোগে প্রায় প্রতিটি জনসংযোগ সভাতেই বর্তমানে গোয়া নির্বাচনের কথা তুলে আনছেন। প্রথমবারের জন্য এবার গোয়া নির্বাচনে নিজেদের ক্ষমতা বিস্তারের চেষ্টা করছে তৃণমূলও। এদিন নিজের বক্তৃতায় সেই প্রসঙ্গ তুলে এনে সাধারণ মানুষকে তৃণমূল সম্পর্কে সাবধান করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
বলাই বাহুল্য তৃণমূল কংগ্রেস নিয়ে তার মন্তব্য ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। এদিন কানপুরের জনসভায় উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই গোয়া নির্বাচন নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাকে। তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস গোয়াতে ক্ষমতা বিস্তারের চেষ্টা করছে কারণ তারা হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়।
পাশাপাশি তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা গোয়াতে হিন্দু ভোট ভাগ করার কথা স্বীকার করেছেন সংবাদমাধ্যমের সামনে। তবে এর আগে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র নির্বাচন নিয়ে মুখ খুলে জানিয়েছিলেন তিনি মনে করেন কোন দলই একচ্ছত্রভাবে গোয়াতে জয়লাভ করতে পারবে না। বরং ক্ষমতায় আসতে গেলে জোট তৈরি করতে হবে তাদের। তবে এদিন প্রধানমন্ত্রীর মন্তব্য শুনে নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন গোয়া নির্বাচনে তৃণমূলের অংশগ্রহণ নিয়ে চিন্তায় আছেন নরেন্দ্র মোদি।
I am shocked by statements of TMC leaders who say that their intention is to divide Hindu votes.
Such politics has no place in our country. pic.twitter.com/Qgt1b8chUx
— Narendra Modi (@narendramodi) February 14, 2022