দেশ

ইন্ডিয়া গেটে বসবে নেতাজী সুভাষচন্দ্র বসুর বিরাট মূর্তি! ২৩শে জানুয়ারি উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সম্প্রতি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে রোড শো থেকে বাদ পড়েছিল বাংলার ট্যাবলো যা গড়ে উঠেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম দিবস থিমের উপর ভিত্তি করে। তা নিয়ে কেন্দ্রের কাছে চিঠিও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানা গেল নেতাজির জন্মদিনের দিন দিল্লির ইন্ডিয়া গেটে তার এক বিরাট মূর্তি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি টুইটের মাধ্যমে এ খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিতে দেখা গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীকে।
এদিন তিনি জানিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সংগ্রামে যা অবদান রয়েছে তাতে সারা ভারতবর্ষে তার কাছে ঋণী থাকবে এবং তাকে শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রের তরফে তার মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তবে সম্পূর্ণ গ্রানাইট পাথরের মূর্তিটি তৈরি হতে সময় লাগবে সেজন্য তার পরিবর্তে ইন্ডিয়া গেটে মূর্তিটি সম্পূর্ণ তৈরি না হওয়া পর্যন্ত আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠাতার একটি হলোগ্রাম বসানো থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এখনো পর্যন্ত যে কর্মসূচি স্থির হয়েছে সে অনুযায়ী জানা গেছে আগামী 23 শে জানুয়ারি ইন্ডিয়া গেটে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানেই হলোগ্রাম মূর্তিটির উদ্বোধন করবেন তিনি।

Related Articles