রাজনীতি

সংসদে রাজ্যপালকে ভাষণ দিতে বাধা বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর! ‘হেরে গিয়েও লজ্জা নেই’, পাল্টা তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাজেট অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের বিরোধী দল বিজেপির প্রতিবাদে সরগরম হল সংসদ। যার ফলাফল হিসেবে সংসদীয় ভাষণ দেওয়ার জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হলো রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়কে। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলতে দেখা গেছে বঙ্গ রাজনীতির একাধিক ব্যক্তিত্বকে।

জানা গিয়েছে এদিন বাজেট অধিবেশনের প্রথম দিন নিয়ম অনুসারে রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতৃত্বরা তীব্র প্রতিবাদ শুরু করেন সংসদের ভিতরে। সম্প্রতি রাজ্যজুড়ে হওয়া পৌরসভা ভোটে তৃণমূল ব্যাপক ভোট লুট করেছে, এই অভিযোগ তুলে সংসদের ভিতরেই তারা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে শুরু করেন।

শেষ পর্যন্ত প্রায় একঘন্টা অপেক্ষার পরে ভাষণের প্রথম এবং শেষ লাইন পড়ে সংসদ ত্যাগ করেন রাজ্যপাল জাগদীপ ধনখড়। গোটা বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন হেরে গিয়েও বিজেপি নেতাদের লজ্জা হচ্ছে না।

পাল্টা মুখ খুলতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে। তিনি জানিয়েছেন সম্প্রতি ঘটে যাওয়া পৌরসভা ভোটে আক্রান্ত হয়েছেন শতাধিক বিজেপি কর্মী। অনেকক্ষেত্রেই তৃণমূল নেতারাও নিজেদের ভোট দিতে পারেননি শাসকদলের ছাপ্পা ভোটের কারণে। এজন্যই বাজেট অধিবেশনের প্রথম দিনে তারা বেছে নিয়েছিলেন প্রতিবাদ করার জন্য।

Related Articles