বাংলা সিরিয়াল

নায়ক না থাকলেও বাংলা সিরিয়ালে এখন ‘জগদ্ধাত্রী’ সেরা, নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিল ‘জগদ্ধাত্রী’ ভক্তরা

বর্তমানে বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘জগদ্ধাত্রী’। বেশ কয়েক সপ্তাহ বঙ্গ সেরা হওয়ার পর আবার দ্বিতীয় স্থানে নেমে এসেছিল এই ধারাবাহিক। তবে আবারো টিআরপি তালিকায় ‘অনুরাগের ছোঁয়া’র সাথে জোড়ায় বঙ্গ সেরা হয়েছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র অর্থাৎ জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। অপরদিকে নায়ক স্বয়ম্ভুর চরিত্রে অভিনয় করছে অভিনেতা সৌম্যদীপ মুখার্জী।

অন্য সাধারণ আর কাজটা ধারাবাহিকের থেকে বেশ খানিকটা আলাদা করে এই ধারাবাহিকে গড়ে তোলা হয়েছে। এই ধারাবাহিকের যে নায়িকা সে প্রথমে দেখতে একেবারে সহজ সরল সাদাসিদে। শান্ত স্বভাবের মিষ্টভাষী একটি মেয়ে। তবে বাইরে সে একদম আলাদা। চরম দাপুটে, প্রতিবাদী একজন পুলিশ অফিসার। জ্যাজ নামে সে পরিচিত।

তবে ধারাবাহিকটি এতটাই নারীকেন্দ্রিক যে নায়কের তেমন কোনো ভূমিকাই নেই। মাঝে মধ্যেই উবে যায় নায়ক। তবে ব্লুজ প্রোডাকশনের এই ধারাবাহিকটিকে মাঝে মধ্যেই পড়তে হয় বিভিন্ন কটাক্ষের মুখে। ফলে জগদ্ধাত্রির স্বয়ম্ভু চরিত্রটিকে নিয়েও হয় বেশ কিছু কটাক্ষ। এমন এই প্রথম নয়, আগেও দেখা গিয়েছে।

তবে এবার এই চরিত্র নিয়ে এক নেটিজেন লেখেন, ‘এই চন্দ্র বদনকে ৩,৪ দিন ধরে স্কিনে দেখি না শুরুতে তাও কয়দিন জগার সঙ্গে প্রায়ই দেখা যেতো এখন কালে ভাদ্রেও দেখি না। যদিও হঠাৎ দেখা যায় তাহার পিতা তাকে থাপড়াচ্ছে আর ইনি ব্যাবা ম্যা ধুয়ে পানি খাচ্ছে। ডিয়ার বেক্কল ব্লুজ কাহার নায়কদের ভেড়া ছগ*ল বানিয়ে রাখার স্বভাব টা কখনো যাবে না। নায়ক হিসেবে রাখছে যেহেতু সেভাবে ব্যবহার করলেও পাড়ে’।

আরেকজন আবার লেখেন, ‘আমার দেখা এই প্রথম কোনো নায়ককে দেখলাম এতো থাপ্পড় খেতে এতজনের কাছে আজ বৈদেহী মুখার্জি থাপ্পড় দিলো জগদ্ধাত্রী থাপ্পড় মারলো, রাজনাথ থাপ্পড় মারলো, বৈদেহী থাপ্পড় মারলো ছেলেটার থাপ্পড় খেতে খেতেই জীবনটা গেলো বেচারা’।

যদিও এই নিন্দুকদের যোগ্য জবাব দিয়ে এক জগদ্ধাত্রী ভক্ত। তিনি লেখেন, ‘জগদ্ধাত্রী ব্লুজের শো বলে হেসে, ট্রোল করে লাভ নেই- ব্লুজও যে ভিন্নধর্মী শো দিতে পারে সেটা হেটার হলেও স্বীকার করা উচিত! খেলাঘর, বরণের পর জগধাত্রীর কনসেপ্ট ও স্টোরিলাইন ব্লুজ অনেক যত্ন নিয়ে বানিয়েছে- হিরোর রোল কম থাকলেও জগধাত্রীতে ভারামো নেই (ওদের পরিবারের ফানি সীনই নেই একদম), না আছে পরকিয়া! সেই সাথে গল্পের প্রতি ট্র্যাকে একটা করে টুইস্ট রাখে- যে কারণে টিআরপি তে জগধাত্রীর ফলাফল এত ভালো! আর সবথেকে বড় কথা, অন্কিতার অভিনয় সুন্দর কিন্তু ওকে জ্যাসের একশনে দারুণ মানিয়েছে! সাথে কৌশিকির মতো চরিত্র তো আছেই,,,সব মিলিয়ে জগধাত্রী একটা কমপ্লিট প্যাকেজ!’

Related Articles