বাংলা সিরিয়াল

এত বছর পরে মিঠাই তে পিংকিজি অনুরাধা উধাও! তবে নজর কেড়েছে তোর্সা চরিত্রের আমূল পরিবর্তন

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিক নিয়ে দর্শকদের উৎসাহ এবং উদ্দীপনার কোনো শেষ নেই। জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিকে বর্তমানে বেশ কিছু বদল এসেছে যার মধ্যে অন্যতম বদল হলো মিঠাইয়ের মৃত্যুর ট্র্যাক আনা ও মিঠাইয়ের মতো হুবহু দেখতে একটি চরিত্রকে মনোহারায় আনা।

তবে এই ধারাবাহিকের বর্তমান ট্রাক নিয়ে দর্শকদের মনে নানান রকম ভাবনা এসেছে কিছু মানুষ এই পরিবর্তনটিকে ভালোভাবে দেখেছেন কিছু মানুষ ভালোভাবে দেখেননি। মিঠাইয়ের জায়গায় অন্য কাউকে আনা বিষয়টা অনেকেই মানতে পারেননি, আবার অনেকের বক্তব্য মিঠি হল মিঠাই।

কারোর আবার সবথেকে বেশি নজর কেড়েছে তোর্সার বদল। সোম এন্ট্রি নিয়েছে মিঠাইতে এই বিষয়টাও অনেকের পছন্দের। এই ধারাবাহিকের ভালো-মন্দ সবটা নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছিলেন,
“factmithai
১. এতদিন লোকের হল্লা পার্টি কে পছন্দ ছিল না কারণ তারা সব বিষয়ে মাঝে মাঝে ঢুকতো.. এখন তারা কোন উৎসাহ নিয়ে কাজ করছে না তাই অসুবিধা!

২. আমার নন্দার লুকটা একটুও ওভাররেটেড মনে হয়নি!! নন্দার লুকটা প্রায় সেম ই আছে শুধু তার চুলে খোপা টা দিয়েছে, সেটা তাও নেহাত একটা মা-মা লুক দেওয়ার জন্য.. না হলে মিষ্টিই লাগছে!

৩. শ্রী এর মাঝে মাঝে একটা hard look দেয়..
Maybe শ্রী কলেজের প্রফেসর বা লেকচারার হয়ে গেছে তাই যেই লুকটা একদম প্রথম দিন দিয়েছিল মিঠাই মারা যাবার পর!! কিন্তু এখন প্রায় পরপর এপিসোড শ্রী কে মিঠাই এর মতো বিনুনি কড়া একটা look দিচ্ছে যেটা মানিয়ে যাচ্ছে!!

৪. রাখি ম্যাম সোমকে ফিরিয়ে আনলো তার বদলে আরো চারটে চরিত্র বিদায় দিয়ে দিল
যে পিংকির মিঠাই জিজি অন্ত প্রাণ ছিল তাকে একবারও দেখালো নাহ মানছি কেউ নেই অন্তত অনুরাধা ম্যামকে তো দেখানো যেত.. বৌমা মারা গেছে সে নিজেই নেই!!আর রাতুলকেও নিয়ে নিলো !! ও তো সিড এর সবচেয়ে বড় সাপোর্টার ছিল, তাকেই দেখায়না..

৫. তবে সব কিছুর মধ্যে একটা ভালো দিক হচ্ছে তোর্সার চরিত্রের পরিবর্তন!! সে বুঝিয়ে দিচ্ছে কোনদিন মুখে না বলেও সে মিঠাইকে কতটা ভালোবাসে!!

৬. সিড এর কথা তো ব্যাড এ দিলাম!! দর্শকদের মতো তারও একটা কথা মিঠাই এর মতো দেখতে হলেই কেউ মিঠাই হয়ে যায় না আর মিঠাই এর জায়গাও সে কাউকে দেবে না!!

৭. তবে একটা কথা আমারও মনে হয়, মিঠি আর মিঠাই সম্পূর্ণ আলাদা!! যদি আমরা ধরে নিই মিঠাই ছদ্মবেশে এসেছে মিঠি রূপে, তাহলে এত অসুবিধা থাকা সত্ত্বেও ভুল করেও একবার জয় গোপাল বলল না? একবারও ভুলবশত সিডকে উচ্ছেবাবু বলল না?? মিঠির মনোলগ শুনেও মনে হয়না সে মিঠাই!! রিকির তো মনোলগ আমরা শুনতাম নাহ!!

আশা রাখছি আমাদের জন্য ভালো কিছুই ভেবে রেখেছেন রাখি ম্যাম!! Lets hope for the best ”

Related Articles