বাংলা সিরিয়াল

“শো বন্ধ করা হোক” – টিআরপির জন্য মহিলাদের দিয়ে মিথ্যা প্রচার করে পুরুষের বদনাম করছে জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’! বিরক্তি প্রকাশ করলেন এক পুরুষ

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একটি রিয়েলিটি শো হল জি বাংলার “দিদি নাম্বার ওয়ান”। মূলত বাড়ির মেয়ে বউদের জীবন সংগ্রামের গল্প তুলে আনে এই শো। এই শোতে সঞ্চালিকার ভূমিকায় দেখতে পাওয়া যায় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জিকে। এক দশকেরও বেশি সময় ধরে সম্প্রচারিত হওয়া এই শো-তে বিশেষ দিনে অতিথি পার্টিসিপেন্ট ছাড়া সাধারণ দিনে উপস্থিত থাকেন সাধারণ মানুষ। আর সেই গল্প শুনতে বেশ পছন্দ করেন দর্শক।

এই মঞ্চে এসে এমন বহুবার হয়েছে যে পার্টিসিপেন্টরা দাবি করেছেন শ্বশুরবাড়িতে তাদের অত্যাচার, স্বামীর অত্যাচার, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাদের অবহেলা ইত্যাদি বিভিন্ন গল্প তুলে ধরেন। এর আগেও বহুবার “দিদি নাম্বার ওয়ান” এর মঞ্চে বলা বিভিন্ন গল্পকে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা বলে দাবি করেছেন অনেকেই। এবার আবারও একবার ঘটলো এমনই একটি ঘটনা।

বেহালায় অরুপ কুমার ভূঁইয়া নামের এক ব্যক্তি দাবি করেছেন তার প্রাক্তন স্ত্রী দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে গিয়ে তার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন। প্রসঙ্গত এই ব্যক্তি ব্যাংকে কর্মরত। তার দাবি তার প্রাক্তন স্ত্রী যা কিছু বলেছে অর্থাৎ বিভিন্ন ধরনের অত্যাচারের কথা সেই সবই মিথ্যে। বরঞ্চ তার প্রাক্তন স্ত্রী বিভিন্ন রকমের অত্যাচার করতেন তার উপর। প্রাক্তন স্ত্রীয়ের সমস্ত বক্তব্য মিথ্যে দাবি করে জনৈক ব্যক্তি বলেন টিআরপির জন্য এই ধরনের মিথ্যা প্রচারের শো বন্ধ করা উচিত।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অরূপ ভুইয়া বলেন, “টিভি চ্যানেলগুলোতে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এই সব মিথ্যে প্রচার বন্ধ হোক। যদি শো হয় তাহলে দুজন মানুষকে সামনা সামনি এনে শো করা হোক। না হলে অন্তত যার নামে এই কথাটা বলা হচ্ছে তার কাছে ফোন যাক এবং জিজ্ঞাসা করা হোক এগুলো কি সত্যি?”

Related Articles