বাংলা সিরিয়াল

শিক্ষার অভাবে ট্রেনের ঢিল মারার মত কাজ করা হয়! রক্ত ঝরার রাজনীতির বিরুদ্ধে দেব, ওটা দিদি-মোদীর ট্রেন নয়, জনসাধারণের ট্রেন! বন্দে ভারত আক্রান্ত হওয়ার ঘটনায় জানালেন অভিনেতা

প্রজাপতি হিট না ফ্লপ তার জবাব ইতিমধ্যে দিয়ে দিয়েছেন দর্শকরা। বক্স অফিসে চূড়ান্তভাবে সফল প্রজাপতি(Projapoti Controversy)। প্রযোজক হিসেবে নিজের গত বছর বেশ উপভোগ করেছেন অভিনেতা দেব(Dev)। কিন্তু প্রজাপতি বিতর্ক এখন অতীত। আপাতত তিনি তার অন্য দায়িত্ব পালনে ব্যস্ত। দর্শকের ভালোবাসা পুরস্কার জিতে আপাতত দেব নিলেন সাংসদের দায়িত্ব।

সপ্তাহের প্রথম দিনেই পেল নিজের কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবাস যোজনা থেকে বন্দে ভারত এক্সপ্রেস সবকিছু নিয়েই খোলামেলা বার্তা দেবের।

পাশাপাশি নিজের ছবি প্রজাপতি বিতর্ক নিয়েও দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন দেব। আবাস যোজনা বিতর্কে দেব স্পষ্টভাবে বললেন যাদের পাকা বাড়ি রয়েছে তারা আবার বাড়ি পাচ্ছে অথচ যাদের কিছু নেই তারা মাথার ছাদ পাচ্ছে না। এটা অবশ্যই ভুল। সে যে দলেরই হোক তৃণমূল কিংবা অন্য দল। যেটা ভুল সেটা অবশ্যই ভুল।

প্রজাপতি বিতর্ক নিয়ে দেব মুখ খোলেন। বরাবর রাজনীতিতে সৌজন্য রক্ষায় বিশ্বাসী তিনি। তার কথা অনুযায়ী মিঠুন এবং দেব নিজেদের বাবা ছেলের মত থাকতে পারলে সাধারণ মানুষ কেন পারছে না। রক্তাক্ত রাজনীতি কেবলমাত্র সিনেমাতে হয়। রাজনীতি মানেই বিপক্ষ দল শত্রু এটা ভাবা একেবারেই উচিত নয়।

তবে বিরোধীদের নিয়ে খুব একটা কিছু না বললেও মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে দেখা দিয়েছে তাকে। আর বাকি পাঁচজনের মতো তিনিও চান মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। এটা সমগ্র বাঙালীদের জন্য সম্মানের।

পাশাপাশি বন্দে ভারত(Vande Bharat Express) এক্সপ্রেসের বারবার আক্রান্ত হওয়ার ঘটনাকে ঘিরে খোলাখুলি জানিয়েছেন দেব। অভিনেতার কথা অনুযায়ী,’ এটা মোদী বা দিদি ট্রেন নয় সাধারণ মানুষের ট্রেন। কোন রাজনৈতিক বাহন নয়। শিক্ষার অভাবে ট্রেনের ঢিল মারা,আগুন লাগানোর মতো কাজ করা হয়।’।

Related Articles