Storiesবাংলা সিরিয়াল

বারংবার হতে হয়েছে অপমানিত, ইন্ডাস্ট্রিতে প্রথম আসার পর অনেক সিনিয়র আর্টিস্টদের থেকে সাহায্য পেয়েছিলেন অভিনেতা সুদীপ মুখার্জি, সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের প্রথম স্তরের গল্প জানালেন অভিনেতা

টলিউড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা হলেন সুদীপ মুখোপাধ্যায়। ছোটো পর্দা হোক বা বড় পর্দা সব জায়গাতেই অভিনেতার অভিনয় সকলের মন জয় করে নিয়েছে বারবার। নেগেটিভ চরিত্রেই ইন্ডাস্ট্রিতে সুনাম রয়েছে অভিনেতার। একাধিক জনপ্রিয় ধারাবাহিকতাকে তাকে দেখতে পেয়েছি আমরা। এছাড়াও বড় পর্দায় বিভিন্ন পার্শ্ব চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। সম্প্রতি কিছুদিন আগে একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এক সাক্ষাৎকারে নিজের জীবনের ছোট বড় সব গল্পই তুলে ধরেন অভিনেতা।

অভিনেতা জানিয়েছেন ছোট থেকে তিনি গল্পের বই পড়তে ভালোবাসতেন। সেখান থেকে অনেক কিছু শিখেছেন। এছাড়া অভিনয় জীবন থেকে অনেক কিছু শিখতে পেরেছেন তিনি। অভিনেতা জানিয়েছেন যে কোন একটি সিনেমা দেখার পর তিন ঘন্টার পর ঘন্টা বাথরুমে কাটিয়ে দিতেন।

সেখানে জন্ম নিত একাধিক কাল্পনিক চরিত্র। নায়ক নায়িকার পাশাপাশি থাকতো একজন খলনায়ক। এই বিষয়ে অভিনেতা জানান “আমি প্রতিবারই দেখেছি খারাপ লোকটা হেরে যাচ্ছে, ভালো লোকটা জিতে যাচ্ছে। আমি জানি না ব্যাক অফ মাইন্ড কি চলতো, তবে যেসব জিতছে ইনস্পাইট অফ অনেক স্ট্রাগল, অনেক কিছু। তখন শিখলাম, স্ট্রাগেলটা জীবনের অঙ্গ। কিন্তু তুমি যদি সৎ হও, তাহলে কোথাও গিয়ে তুমি জিততে পারো”।

তিনি জানান বর্তমান সময়ে যারা নতুন আর্টিস্ট জুনিয়র আর্টিস্ট তাদের পাশে সব সময় সিনিয়রদের থাকতে হবে। তাদের মনোবল বাড়াতে হবে। তিনি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তখন তিনিও অনেক সিনিয়র আর্টিস্টদের থেকে এই শিক্ষাটা পেয়েছিলেন। অনেক সাহায্য পেয়েছিলেন তিনি। আর নিজেও তিনি এই তথ্যতেই বিশ্বাসী।

Related Articles