বাংলা সিরিয়াল

“দিদি হয়েও ভাইয়ের বউয়ের ঘর ভাঙল কৌশাম্ভী” – অভিনেত্রী কৌশাম্ভী চক্রবর্তী বিরক্ত হয়েছেন এই একই কথা শুনতে শুনতে, অবশেষে মুখ খুললেন নিজের

ধারাবাহিকে ত্রিকোণ প্রেমের কাহিনী হামেশাই দেখা যায়, তবে ‘মিঠাই’য়ের স্টারকাস্টে বাস্তবেই দেখা গেছে এমনটা। অভিনেতা আদৃত রায়, আর বাকি দুই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং কৌশাম্ভী চক্রবর্তী, এই তিনজনের নাম জড়িয়েছে এই কাহিনীতে। ধারাবাহিকের মুখ্য চরিত্র হওয়ায় হামেশাই অনুরাগীদের থেকে সহযোগিতা পেয়েছেন সৌমিতৃষা। জানা গেছিল অভিনেতা আদৃত রায়কে ভালো লাগত তাঁর, তবে এগোয়নি তাঁদের প্রেমের গল্প।

ওদিকে আদৃত রায়ের সদ্য দীর্ঘ দশ বছরের ভালোবাসার সম্পর্ক ভেঙে গিয়েছিল সুপ্রিয়া মন্ডলের সঙ্গে। তারপরে অধিক সময় যায়নি, ইতিমধ্যেই তাঁর নাম জড়িয়েছিল কৌশাম্ভীর সাথে। জানা যায় এরপর থেকেই সৌমিতৃষার সাথে দুজনের বাস্তব সম্পর্কও খারাপ হতে শুরু করে। তবে পুরো ঘটনাতে অধিকাংশ ঝাপটা সহ্য করতে হয় সিডের দিদিয়া কৌশাম্ভীকে। প্রথমে দিদিয়ার চরিত্রে ছিলেন অন্য এক অভিনেত্রী, তবে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বদলি হয়ে আগমন হয় অভিনেত্রী কৌশাম্ভী চক্রবর্তীর।

ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া, যার মূল কারণ ছিল অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়। দুজনকে নিয়েই ভক্তদের মধ্যে বেশ মাতামাতি দেখা যায়, ঘটা করে জন্মদিনও পালন করা হয় তাঁদের স্টুডিওর বাইরে, অনুরাগীরাই সমস্ত বন্দোবস্ত করে থাকেন। তাই তাঁদের মন কষাকষির সমস্ত নেতিবাচক কটাক্ষ শুনতে হয় কৌশাম্ভীকে। সম্প্রতি অভিনেত্রী একটি ক্যাফেতে গিয়ে নিজের ছবি পোস্ট করেন, যেখানে তাকে সাদা কালো লম্বা স্ট্রাইপের একটি শার্টে দেখা যায়, জানা যায় বয়ফ্রেন্ড আদৃতই তাঁকে নিজের এই শার্ট উপহার দিয়েছেন। ব্যস ছবির পরেই কমেন্ট বক্সে আসতে থাকে একের পর এক কটাক্ষ যার অধিকাংশই অভিনেত্রী ডিলিট করে দিয়েছেন।

অভিনেত্রী নিজের বিরক্তি প্রকাশ করে একটি বড় কমেন্টও করেছেন, সেখানে একজনের নাম মেনশন করে লিখলেন, “আমি আপনার প্রশ্নের জবাব দিতে কোনোভাবেই বাধ্য নই। কিন্তু প্রশ্নগুলো শুনে ভাবলাম রিপ্লাই করি! কে কার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছে একটু বলুন তো? কিসের ভিত্তিতে এই ধরণের কথা বলেন আপনারা? হ্যাঁ, আমি কিছু মানুষের ভিত্তিহীন, অসুস্থ মন্তব্য ডিলিট করে দিই কারণ নেগেটিভিটি আমি আমার আশেপাশে রাখতে চাই না!” তিনি আরো লেখেন, “আপনাকে আমার মুরোদ দেখানোর ইচ্ছা বা সময় কোনওটাই নেই। সুবুদ্ধি হোক, জীবনে ফাসট্রেশনটা কমুক এই কামনা করি! ভালো থাকুন, আর দ্রুত সুস্থ হয়ে উঠুন”।

Related Articles