বাংলা সিরিয়াল

‘বাড়ি বাড়ি ঘুরে লজেন্স, বিস্কুটবিক্রি করতাম’ – অভিনয়ে আসার আগের পথটা মোটেই সহজ ছিল না, অকপটে ‘মেয়েবেলা’ খ্যাত অভিনেত্রী সুদীপা বসু

বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় একটি মুখ হল সুদীপা বসু। ছোট পর্দা থেকে বড় পর্দা সবেতেই দাপটের সাথে অভিনয় করেছেন এই অভিনেত্রী। বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা গিয়েছে তাঁকে। কখনো পজিটিভ ক্যারেক্টার তো আবার কখনো নেগেটিভ। সবেতেই তাঁর দুর্দান্ত অভিনয় মন কেড়েছে দর্শকের।

তাঁর অভিনয় ক্যারিয়ার শুরু হয় ‘এক আকাশের নিচে’ – র হাত ধরে। সেখানে আমরা অভিনেত্রীকে দেখেছি রজতাভ দত্তের স্ত্রী অনিতার চরিত্রে। এখান থেকে শুরু হওয়ার পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। সম্পূর্ণ জীবন একেবারে আপাদ মস্তক বদলে যায়। শুধু থেকে যায় অতীতের কিছু কালো স্মৃতি। অতীত জীবনের বেশ কিছু ছায়া।

এই অতীতের কারণে অভিনয় আসার পথটা খুব একটা সহজ হয়নি। বাবা-মা আর তিন বোন নিয়ে সংসার। দুই দিদির বিয়ে। তারপরেই হঠাৎ একদিন ১৯৮৬ সালে বাবার মৃত্যু হয়। এরপর এই সমস্ত কিছু শেষ। শুরু কঠোর লড়াইয়ের জীবন।

অভিনেত্রী বলেন, ‘খুব ছোটো থেকেই আমি আর মা। বাড়ি বাড়ি ঘুরে লজেন্স, বিষ্কুট বিক্রি করতাম। এই ভাবেই হাত খরচ জোগাতাম। খুবই কষ্ট করতে হয়েছে, কিন্তু অভিনয়ের খিদেটা ছিল ছোটোবেলা থেকেই। তারপর ২০০৬ সালে মা মারা যান তিনি আরও নিঃসঙ্গ হয়ে পড়েন। এই নিঃসঙ্গ জীবন আর অভিনয় নিয়েই কাটছে দিন’।

প্রসঙ্গত টিভির পর্দায় আসার আগে মেঘনাদ ভট্টাচার্যের ‘সায়ক’ নাট্যাদলে অভিনয় করতেন অভিনেত্রী। কলেজে পড়ার সময় থেকেই পাড়ার নাট্যদলেও নাটক করেছেন। এরপরেই সুযোগ আসে অঞ্জন দত্তের কাছ থেকে। এই ওয়ার্কশপে গিয়ে বদলে যায় জীবন। ‘পাতি প্রেমের গপ্প’ – এ সুযোগ পাওয়ার পর থেকেই অঞ্জন দত্তকে গুরু বলে মনে করেন তিনি।

Related Articles