বাংলা সিরিয়াল

ভুল-বোঝাবুঝি দেখিয়ে সেরার সেরা অনুরাগ! খেলনা বাড়ি, পঞ্চমী করলো কামাল! ব্যর্থ মিঠাই!

যে কোনো ধারাবাহিক যদি বহুদিন ধরে নিজেদের স্লট বজায় রাখতে চায় তাহলে অবশ্যই সেই ধারাবাহিটিকে টিআরপি তালিকায় ভালো ফল করতে হবে, টিআরপি তালিকায় ভালো ফলাফল না করতে পারলে যত নতুনত্ব কনসেপ্ট বা চিন্তাধারার ধারাবাহিকই হোক না কেন সেই ধারাবাহিককে সরে যেতে হবে নিজের স্লট থেকে,এটাই নিয়ম। এই টিআরপি কমার কারণে অনেক ধারাবাহিক তিন মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে,আবার অনেক ধারাবাহিকে টিআরপি থাকার কারণে দুই বছর ধরে নিজের স্লটে স্ব মহিমায় রাজত্ব করে যাচ্ছে। এই সপ্তাহে টিআরপিতে দেখা যাচ্ছে যে, গৌরী এলো থেকে খেলনা বাড়ি,জগদ্ধাত্রী থেকে শুরু করে রাঙা ব‌উ সকল ধারাবাহিকেই নায়িকাদের প্রাণ সংশয় দেখানো হচ্ছে। এই প্রাণ সংশয় দেখিয়েও অবশ্য টিআরপিতে বাজিমাত করতে পারে নি জগদ্ধাত্রী।

গত সপ্তাহের মত এই সপ্তাহেও বঙ্গ সেরার আসন ছিনিয়ে নিয়েছে অনুরাগের ছোঁয়া। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে যে অনুরাগের ছোঁয়াতে সূর্য দীপার মধ্যে ভুল বোঝাবুঝি মেটার বদলে ক্রমশ তা বেড়ে চলেছে। এই ভুল বোঝাবুঝি ক্রমশ বেড়ে ওঠায় তা দেখতে দেখতে বিরক্ত হয়ে উঠেছেন দর্শকও। তবে টিআরপিতে সেই বিরক্তির কোন প্রভাব পড়ছে না, বরং দাপটের সাথে সোনা রূপার গল্প দেখিয়ে বঙ্গ সেরা হয়েছে অনুরাগের ছোঁয়া। বেশ কিছু নাম্বারের তফাতে রয়েছে জগদ্ধাত্রী। অন্যদিকে মিতুলের প্রাণ সংশয় আর পর্ণার মাথা নাড়া হ‌ওয়ার ট্র্যাক দেখিয়ে বাজিমাত করেছে খেলনা বাড়ি নিম ফুলের মধু।

বিক্রমের বিয়ে ভেস্তে পামেলার স্বরূপ দেখা যাওয়া ও বাংলা মিডিয়াম ইন্দিরার সাথে বিক্রমের বিয়ে হওয়া ট্র্যাক দেখে বঙ্গ সেরা ৫ এর মধ্যে জায়গা করে নিলেও স্লট হারিয়েছে বাংলা মিডিয়াম, অন্যদিকে পঞ্চমী আর রাঙা বউয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে, পঞ্চমীতে নেগেটিভ নাগিন চিত্রার প্রবেশ ও পঞ্চমীর সাথে তার লড়াই দেখিয়ে কোনোক্রমে স্লট উদ্ধার করেছে পঞ্চমী। নতুন শুরু হাওয়া ধারাবাহিক মেয়ে বেলার দর্শক মনে জায়গা করে নিয়েছে‌। অন্যদিকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই স্লট লিডার হতে পারলেও সেরা দশ ধারাবাহিকের মধ্যে টিকে থাকতে পারে নি, ৫.৭ রেটিং পেয়েছে এই ধারাবাহিকটি। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া কিন্তু স্লট হারালেও সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে।

চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা দশ ধারাবাহিকগুলো-

১-অনুরাগের ছোঁয়া (৯.৬)(বঙ্গ সেরা)

২-জগদ্ধাত্রী (৮.৭)

৩- গৌরী এলো (৮.২)

৪- খেলনা বাড়ি / নিম ফুলের মধু (৭.৮)

৫- বাংলা মিডিয়াম (৭.২)

৬। পঞ্চমী (৬.৯)

৭। রাঙা বউ (৬.৮)

৮। এক্কা দোক্কা (৬.৭)

৯। গাঁটছড়া (৬.৫)

১০। মেয়েবেলা (৬.৩)

Related Articles