বাংলা সিরিয়াল

দিদি নাম্বার ১ করে মঞ্চ মাতাচ্ছেন রচনা ব্যানার্জি! কিন্তু তার বুদ্ধির দৌড় কত? জানেন কি তার শিক্ষাগত যোগ্যতা? জানলে ভিড়মি খাবেন

এক সময় বাংলা বিনোদন(Tollywood) জগতের অন্যতম নায়িকা ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়(Rachna Banerjee)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সঙ্গে তার জুটি ছিল জুড়ি মেলা ভার। তবে শুধুমাত্র যে বাংলা সিনেমাতেই আটকেছিলেন তিনি এমনটা নয়। ওড়িয়া ছবিতেও ব্যাপক জনপ্রিয় রচনা। এখানে সিদ্ধান্তের সঙ্গে রচনার জুটি সুপারহিট।

তবে আপাতত তাকে দিদি নাম্বার ওয়ানে দেখতে পাচ্ছেন দর্শক। বাংলার এই রিয়ালিটি শো সঞ্চালনা করেই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি যে শুধুমাত্র দুর্দান্ত অভিনেত্রী তা নয়। একজন সিঙ্গেল মাদার সেইসঙ্গে সঞ্চালিকা। আবার এখন নিজের শাড়ির ব্যবসাও সামলাচ্ছেন। তবে আজকে জানবো তার শিক্ষাগত যোগ্যতা। যা অনেকের কাছেই অজানা।

সত্যি কথা বলতে খুব কম বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। তখন তার নাম ছিল ঝুমঝুম ব্যানার্জি। পরবর্তীকালে সুখেন দাস তার নাম বদলে রাখেন রচনা। এরপর থেকে পর্দায় তাকে রচনা বন্দ্যোপাধ্যায় বলেই চেনেন প্রত্যেকে। দক্ষিণের ছবি, ওড়িয়া ছবি এমনকি বলিউডে অমিতাভ বচ্চনের বিপরীতেও দেখা গেছে তাকে। একটানা বহু বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।

প্রত্যেকটা সময়ে মেয়ের সঙ্গে থাকতো বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জি। এখনো অবশ্য সিনেমাতে খুব একটা দেখা যায় না তাকে। বাংলার নামই এই অভিনেত্রী স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন। অর্থাৎ তিনি গ্রাজুয়েট। যদিও কোন বিষয় গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তিনি তা এখনো জানা যায়নি।

কিন্তু পড়াশোনার দৌড় জয় হোক না কেন তিনি যে সফল সে কথা এক বাক্যে মেনে নিতেই হয়। মহিলাদের স্বাবলম্বী করতে যে মঞ্চ তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সর্বস্তরে প্রশংসিত। বর্তমানে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে যে শুধুমাত্র মেয়েদের জন্যই খোলা রয়েছে এমনটা নয় এখানে বহু পুরুষ প্রতিযোগীকেও খেলতে দেখা গেছে।

Related Articles