বাংলা সিরিয়াল

ইন্স্পিরেশন যখন মা! মুমু রে বদলে গেল বাবুউউউউউ রে’তে! নিম ফুলের মধুর দজ্জাল শাশুড়ি কৃষ্ণা হাজির দিদি নাম্বার ওয়ানের মঞ্চে

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু(Nim Phuler Modhu)। এই ধারাবাহিকের সৃজন পর্নার পাশাপাশি কৃষ্ণা চরিত্রটিও মারাত্মকভাবে জনপ্রিয়। তাই অভিনয় করছেন অরিজিতা মুখোপাধ্যায়(Arijita Mukherjee)। দর্শকরা কার্যত খোঁজে আগুন হয়ে যায় যখন কৃষ্ণা টেলিভিশনের পর্দায় আসে। বিশেষ করে যখন ‘বাবুউউউউউ’ ডাক ছাড়ে তখন তো অনেকের মনে হয় কানটাই কেটে বাদ দিয়ে দি। আসলে এতটাই বিরক্তিকর এই বাবু ডাকটা।

তবে মায়ের বাবু কিন্তু এই ডাক শুনলেই যেখানে থাকে সেখান থেকে ছুটে মায়ের কাছে চলে যায়। শুরুর থেকেই সৃজন যে মায়ের আঁচল ধরা সেটা বুঝতে কারোর বাকি নেই। যদিও বাবুর এখন বেশ উন্নতি হয়েছে। মা থেকে এখন বউয়ের আঁচল ধরেছে একটু একটু। তারপরেও কিন্তু মা আগলে আগলে রেখে দিচ্ছি নিজের বাবুকে।

তবে কৃষ্ণা তো একটি চরিত্র। বাস্তবে কিন্তু অভিনেত্রী একেবারেই সেই রকম নয়। বরং রীতিমতো ডাকাবুকো। জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানের(Didi No1) মঞ্চে বাবুর মা হাজির হয়েছিল তার নিজের মাকে নিয়ে। অর্থাৎ অরিজিতা হাজির হয়েছিল তার মাকে নিয়ে। কথায় কথায় ফাঁস করে দিলেন কিভাবে এ বিরক্তিকর ডাক তিনি আবিষ্কার করেছেন।

অরিজিতা জানিয়েছেন তার বাড়িতে একটা বিশেষ নামেই তার মা ডাকে। যে ডাকটা কখনো ভালো লাগলেও ঘুম থেকে ওঠার সময় একেবারেই ভালো লাগেনা। আর সেটা হলো ‘মুমু ও মুমু রে’। আর এই মুমু ডাকটাই ‘বাবু রে’ পাল্টে ফেলল কৃষ্ণা হয়ে। অভিনেত্রীর কথা অনুযায়ী যখন তিনি এই কাজের প্রস্তাব পেয়েছিলেন তখন ঠিক করে ফেলেছিলেন একটা নির্দিষ্ট কোন ডাক থাকা উচিত এই মায়ের। ব্যাস নিজের মাকে ইনস্পিরেশন বানিয়ে বানিয়ে ফেললেন বাবুরে।

ছেলেবেলা থেকে দস্যি হলেও পড়াশোনা করেছেন শান্তিনিকেতনে। সেখানে থাকতেই আর্ট অ্যান্ড কালচারের প্রতি ভালবাসা জন্মায় তার। আগ্রহ জন্মায় অভিনয়। সেখানে অভিনয় করতে করতে কলকাতায় পড়াশোনা করতে এসে যোগদেন নাটকের দলে। তারপর সেখান থেকে টিভিতে সুযোগ। যদিও ধারাবাহিক ছাড়াও চুটিয়ে অভিনয় করছেন ওয়েব সিরিজে। অভিনেত্রীর কথা শুনে হেসে খুন প্রত্যেকে।

Related Articles