বাংলা সিরিয়াল

পরকীয়া জিন্দাবাদ! এবার আসছে বাংলা ধারাবাহিক জগতের নজিরবিহীন অ্যাওয়ার্ড! তাহলে কী সত্যি দেওয়া হবে বেস্ট পরকীয়া অ্যাওয়ার্ড?

বর্তমানে বাংলা ধারাবাহিক ধীরে ধীরে এমন একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকদিন সন্ধ্যেবেলার বিনোদন বলতে এক কথায় বাংলা ধারাবাহিককেই বোঝানো হয়। বিশেষত প্রত্যেকদিন সন্ধ্যায় মা কাকিমাদের আলোচনার বস্তু হয়ে উঠেছে এই ধারাবাহিক। আর ধারাবাহিকও সেই রকম মসলা মাখানো। প্রত্যেকটা ধারাবাহিকের ভিন্ন স্বাদের গল্পের সাথে মিলে রয়েছে পরকীয়া প্রেম ঝগড়া ঝামেলা আরো কতই না কিছু। ফলে ধারাবাহিকের গল্পের টুইস্ট নিয়ে একটা উত্তেজনা সবসময়ই থাকে।

এই বাংলা ধারাবাহিকের বেশ কয়েকটি চ্যানেলের মধ্যে প্রথম সারির চ্যানেল হলো জি বাংলা। বছরের পর বছর ধরে দর্শককে একের পর এক মুখরোচক ধারাবাহিক উপহার দিচ্ছে এই চ্যানেল। এই চ্যানেলের বেশ কিছু ধারাবাহিক রয়েছে যা শুরু হয়ে শেষ হয়ে গেলেও দর্শকের মনে বসে রয়েছে। আবার নতুন ধারাবাহিকও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে দর্শক মহলে। স্টার জলসা জি বাংলা এর আগেও আমরা দেখেছি অ্যাওয়ার্ডের বেশ কিছু অনুষ্ঠান হতে।

তেমনি আর মাত্র কিছুদিন পরেই শুরু হতে চলেছে জি বাংলার ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’। যার প্রমোও চলে এসেছি ইতিমধ্যেই। প্রত্যেকবারের মতো এবারেও বেশ কিছু ক্যাটাগরি বেছে নেওয়া হয়েছে। এই ক্যাটাগরির ভেতরেই হবে নমিনেশন। কিন্তু এবার জি বাংলার দর্শকেরা এক অদ্ভুত আবদার করে বসলেন।

বেস্ট পরকীয়া অ্যাওয়ার্ড দেওয়া হোক এমনটা দাবি রাখছেন তারা। কারণ সাম্প্রতিক সময় এমন বেশ কিছু ধারাবাহিক রয়েছে যেগুলির গল্পে অতিরিক্ত প্রেম পরকীয়া দেখানো হচ্ছে। যা সমাজে চরম নেতিবাচক প্রভাব ফেলে। আর তাই পরকীয়ার অ্যাওয়ার্ড বলে একটা সেকশন থাকা উচিত মনে করছেন দর্শকেরা। যদিও তাদের মন্তব্যগুলো শুনে স্পষ্ট যে পুরো বিষয়টা নিয়েই খিল্লি করছেন তারা।

প্রসঙ্গত এই অ্যাওয়ার্ডের জন্য দর্শকদের বিচারে বিশেষ করে বেছে নেওয়া হচ্ছে জি বাংলার ‘সোহাগ জল’ ধারাবাহিককে। ধারাবাহিকে তৈরি হয়েছে নতুন জুটি শ্বেতা ভট্টাচার্য এবং হানি বাফনাকে নিয়ে। প্রথম থেকে ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে যে নায়কের এক বিধবা বৌদি তাকে অন্য নজরে দেখে। সেই বিধবা বৌদি নায়কের দাদার সাথে পরকীয়ার কারণে অন্তঃসত্তা হয়ে পড়ে। আবার নায়কের হাত থেকে জোর করে সিঁদুর পড়ে নিয়ে বউ হওয়ার অধিকার চায়। এই ধরনের সমস্ত গল্প দেখে নেটিজেনরা ট্রোল করছেন ধারাবাহিক নির্মাতা এবং চ্যানেল কর্তৃপক্ষকে।

Related Articles