বাংলা সিরিয়াল

২২ মিনিটের এপিসোডে নায়ক নায়িকাকে একসাথে দেখাই যাচ্ছে না! মূল গল্প দুই পরিবারের টক্করটাই নেই! ‘এক্কাদোক্কা’র বর্তমান ট্র্যাক নিয়ে বিরক্ত দর্শক

স্টার জলসার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘এক্কাদোক্কা’। ধারাবাহিকের জটিল রাধিকা পোখরাজের আলাদাই একটা ফ্যানবেস তৈরি হয়েছিল বাংলা ধারাবাহিক জগতে। ধারাবাহিকটি মূলত শুরু হয়েছিল দুটি পরিবারের মধ্যে পুরনো শত্রুতা এবং সেই দুই পরিবারের ছেলে মেয়ের ভালবাসার গল্প নিয়ে। এই জুটি দর্শক প্রথম থেকেই ভীষণ পছন্দ করেছিলেন। তবে এখন ধারাবাহিকের মোড় ঘুরে গিয়েছে অনেকটাই।

পোখরাজ আর রাধিকার বৈবাহিক জীবনে বেশ কিছু সমস্যা নেমে আসে। যার ফলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং তারা আলাদা হয়ে যায়। এরই মধ্যে নতুন দুজন চরিত্র ঢুকিয়ে গল্পের টুরিস্ট নিয়ে এসেছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। রাধিকার জীবনে এসেছেন ডক্টর অনির্বাণ গুহ। অন্যদিকে পোখরাজের জীবনে এসেছে রঞ্জাবতি।

তবে ডক্টর অনির্বাণ গুহের চরিত্রে অভিনেতা প্রতীকের এন্ট্রির পরেই ধারাবাহিকের অনুরাগীদের মধ্যে দুটি দল হয়ে যায়। একদল পছন্দ করে রাধিকা পোখরাজ জুটি, অন্যদল পছন্দ করে রাধিকা অনির্বাণ জুটি। তবে ধারাবাহিকে দেখানো হচ্ছে রাধিকার প্রতি ভালবাসা পোখরাজের এখনো রয়েছে তবে সেটা প্রকাশ পাচ্ছে না। অন্যদিকে রাধিকা আর অনির্বাণকেই বেশিরভাগ দেখানো হচ্ছে।

আবার বিয়ে হয়েছে পোখরাজ আর রঞ্জাবতীর। এরই মধ্যে আবার অনির্বাণ এবং রাধিকার বিয়ের কথা হচ্ছে। যখন ধারাবাহিক এসব ঘটনা দেখানো হচ্ছে তখন দর্শক এই ধরনের কাণ্ডকারখানা দেখে একেবারে ক্ষেপে গিয়েছেন। একজন দর্শক যেমন সোশ্যাল মিডিয়াতে দাবি জানিয়ে লিখেছেন, ‘এক্কা দোক্কা গল্পটা যখন রাধিকা আর পোখরাজ দুজনের গল্প,, তখন দুজনের জীবন আলাদা হলেও গল্পটা দুজনেরই থাকা উচিত। লেখককে দুজনকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু তা হচ্ছে না’।

তার আরো সংযোজন, ‘গোটা পর্ব জুড়ে রাধিকা আর অণির্বানের screenplay রয়েছে শুধুই কিন্তু পোখরাজ আর রঞ্জার screenplay নেই বললেই চলে। তবে কি নায়ককেই চেঞ্জ করে দিল লেখক? যেখানে ২২ মিনিটের এপিসোডে ১১ মিনিট রাধিকার আর ১১ মিনিট পোখরাজের থাকা উচিত। সেখানে পুরো পর্ব জুড়েই শুধু রাধিকা আর ড: গুহকে দেখিয়ে যাচ্ছে। গল্পের মূল উদ্দেশ্য ছিল, দুই পরিবারের টক্কর, সেটা বর্তমানে বাদই পড়ে গিয়েছে। রাধিকা-পোখরাজের টক্করটাই নেই, তারা মুখোমুখি হয় না তো টক্কর হবে কোথা থেকে’।

 

Related Articles