বাংলা সিরিয়াল

টিআরপি নয়, বিরক্তিকর গল্পের জন্যই দর্শকদের দাবিতে বন্ধ হচ্ছে জি বাংলা- স্টার জলসার এই ধারাবাহিকগুলি!এমনকি পাল্টে যাচ্ছে সমস্ত সিরিয়ালের টাইম! জেনে নিন বিস্তারিত এখনই

টলিউডে(Tollywood) নতুন সিরিয়াল শুরু হওয়ার জন্য হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে চলতি ধারাবাহিকগুলি। এদিক থেকে অবশ্য স্টার জলসাকে টেক্কা দেওয়া সম্ভব নয়। কারণ ৩-৪ মাসের মধ্যেই শুরু হওয়া নতুন ধারাবাহিককে চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবার আবার নতুন করে ধারাবাহিক বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে মাত্র দু মাসের ব্যবধান স্টার জলসা(Star Jalsha) যেমন বালিঝড় তুলে নিয়েছে। এবার জি বাংলা (Zee Bangla)শোনা যাচ্ছে সোহাগ জল ধারাবাহিক বন্ধ করতে চলেছে।

শুধু তাই নয় স্টার জলসার অপর জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া সেটাও নাকি বন্ধ হতে চলেছে খুব তাড়াতাড়ি। তার বদলে আসতে চলেছে নতুন ধারাবাহিক তুঁতে। দীপান্বিতা রক্ষিত এবং সৈয়দ আরফিন নতুন ভাবে জুটি বেঁধেছেন এই ধারাবাহিকে। আবার শোনা যাচ্ছে টিআরপি তালিকাতে ভালো ফলাফল করলেও শুধুমাত্র বিরক্তিকর গল্পের জন্য নাকি বাংলা মিডিয়াম বন্ধ হতে চলেছে খুব তাড়াতাড়ি।

বিশেষ করে টিআরপি ধরে রাখতে গিয়ে আজগুবি এমন সব গল্প ধারাবাহিকে প্রবেশ করানো হচ্ছে। যা দেখতে দেখতে বিরক্ত দর্শক। এই তালিকাতে রয়েছে টিআরপি টপার জগদ্ধাত্রী আবার আধ্যাত্মিক ধারাবাহিক গৌরী এলো। দুটি ধারাবাহিক এই অত্যন্ত অসহ্যকর গল্প দেখানো হচ্ছে। যা ইতিমধ্যে বন্ধ করা করলে চ্যানেল বয়কটের দাবি তুলেছেন সামাজিক মাধ্যমে দর্শকেরা।

পাশাপাশি ভালো গল্প হচ্ছে যে ধারাবাহিক গুলিতে তাদের সময় পরিবর্তনের দাবি তুলেছে জলসা দর্শক। অধিকাংশের দাবি গাঁটছড়া বন্ধ করে দিয়ে সেই জায়গায় তুঁতে ধারাবাহিক আনা উচিত। অর্থাৎ সন্ধে ৭টার সময়। ৭:৩০টায় হরগৌরী, রাত ৮:০০ টায় অনুরাগের ছোঁয়া, ৮:৩০টায় পঞ্চমী দেওয়া উচিত। রাত নটায় গাঁটছড়া চালাক চ্যানেল। আর যদি বন্ধ হয়ে যায় তাহলে আরো ভালো।

Related Articles