বাংলা সিরিয়াল

এতো একেবারে দিনে দুপুরে ডাকাতি! ‘খেলনা বাড়ি’র প্লট হুবহু টুকে দিল স্টার জলসার ‘সাহেবের চিঠি’! ধুন্ধুমার কান্ড দুই ধারাবাহিকের দর্শকদের মধ্যে

একেবারে টোকাটুকির খেলা। না পরীক্ষার হলের কথা হচ্ছে না। এ হলো ধারাবাহিকের টোকাটুকির গল্প। ভালো টিআরপি পেতে কোনো ধারাবাহিকের গল্প অন্য ধারাবাহিকে ঢুকিয়ে দেওয়ার কথা আগেও শোনা গেছে। কখনো কখনো পুরনো ধারাবাহিক থেকে গল্প নিয়ে নতুন ধারাবাহিকে কিছুটা মাঝাঘসা করে দেখানোর অভিযোগ উঠেছিল একাধিকবার। কিন্তু এবারে একেবারে দিনে দুপুরে ডাকাতি।

একগুচ্ছ পুরনো ধারাবাহিক(Bengali Serial ) বাতিল হয়ে নতুন ধারাবাহিক শুরু হয়েছে স্টার জলসা (Star Jalsha)এবং জি বাংলার পর্দায়(Zee Bangla)। যে ধারাবাহিকগুলি একে অপরের সঙ্গে টক্কর দিচ্ছে দারুন। তাদের মধ্যে অন্যতম ধারাবাহিক খেলনা বাড়ি(Khelna Bari) এবং স্টার জলসার সাহেবের চিঠি(Shahebwr Chithi)। দুই ধারাবাহিকের টাইম স্লট এক। অর্থাৎ দুটি ধারাবাহিক দুটি চ্যানেলে প্রতিদিন সন্ধে সাড়ে ছটা থেকে হয়।

এবার সেই খেলনা বাড়ির গল্প টুকে নেওয়ার অভিযোগ উঠল স্টার জলসার এই ধারাবাহিকের বিরুদ্ধে। দেবচন্দ্রিমা এবং প্রতীক সেনের ধারাবাহিক ঢুকেছে আরাত্রিকা মাইতি এবং বিশ্বজিৎ ঘোষের গল্প। দুটি ধারাবাহিকের টক্কর যেমন দারুন তেমনি দুই ধারাবাহিককে নিয়ে তাদের ফ্যান ওয়্যার দেখার মত।কে স্লট লিডার হবে এই নিয়ে রীতিমত যুদ্ধ চলে দুটি ধারাবাহিকে। খেলনা বাড়ির পাশাপাশি সাহেবের চিঠি ধারাবাহিকটিও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

তবে এবার সেই সাহেবের চিঠিতে দেখানো হচ্ছে অন্য ধারাবাহিকের গল্প। এমন অভিযোগ তুলেছে খেলনা বাড়ির দর্শক। কিছুদিন আগে মিতুলকে ইন্দ্রর সৎভাই রন লোক লাগিয়ে অপহরণ করে তাকে পতিতালয় পাঠানোর পরিকল্পনা করেছিল। যদিও পরে গল্পের নায়ক তার স্ত্রীকে সেখান থেকে বাঁচিয়ে আনে।

এবার সাহেবের চিঠিতে দেখা যাচ্ছে চিঠি নিজেকে প্রমাণ করার জন্য বাড়ি থেকে বের হলে রাইমা তাকে অপহরণ করান। শুধু তাই নয় আপকামিং প্রমো থেকে জানা গেছে সেখানেও নায়িকাকে পতিতালয় নিয়ে যাওয়া হবে।

স্বাভাবিকভাবেই খেলনা বাড়ির দর্শকরা এখন অভিযোগ করেছে স্টার জলসা জি বাংলা টুকে গল্প করছে। কিছুদিন আগে যেহেতু এই ধরনের গল্প জি বাংলা দেখিয়ে ভালো টিআরপি পেয়েছে তাই এবার স্টার জলসা নাকি সেই গল্প দেখিয়ে টিআরপি ভালো পেতে চাইছে। তবে এটাই প্রথমবার নয় এর আগেও খেলনা বাড়ির অনুকরণে সাহেবের চিঠিতে গল্প দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Related Articles