বাংলা সিরিয়াল

নাইটি পোড়ানোর কথা বাদ দিলাম, কারেন্ট না থাকলে উঠোনে বসে হাওয়া খেলে কি আগুন জ্বালিয়ে খেতে হয়! প্রমো চুলোয় দিয়ে আগুন নিয়ে মাতামাতি দর্শকদের

জি বাংলা(Zee Bangla)র পর্দায় যে কয়েকটি ধারাবাহিক এই মুহূর্তে চলছে তাদের মধ্যে অন্যতম নিম ফুলের মধু(Nim Phuler Modhu)। কয়েক মাস হল শুরু হয়েছে এই ধারাবাহিক কিন্তু তার মধ্যেই দর্শকদের তালিকায় উঠে এসেছে নিম ফুলের মধু। বিশেষ করে পর্না এবং সৃজন দুজন বিপরীত মেরুর মানুষ হলেও তাদের কেমিস্ট্রি মন জয় করেছে দর্শকদের। দর্শকরা তাদের একসাথে উপস্থিতি বেশ পছন্দও করেন।

যারা এই ধারাবাহিকে নিয়মিত দর্শক তারা জানেন পর্না নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একটার পর একটা ঘটে যাচ্ছে দত্ত বাড়ির ভালোর জন্য। যদিও তার শাশুড়ি এবং বড় জা কোন কিছুতেই খুশি হয় না তার কাজে। বরণ কি করে তার দোষ খুঁজে পাওয়া যায় সেটাই চেষ্টা করে সব সময়। যেমন কৃষ্ণার মেয়ে বর্ষা অর্থাৎ পর্নার আদরের ননদের বিয়ে আটকেছে সে। কারণ সৃজনের জ্যাঠা অখিলেশ যে পাত্রকে ধরে এনেছিল সে এক ঠক জোচ্চোর। বিয়ের নাম করে মোটা টাকা কামিয়ে পালিয়ে যায় সে এটাই তার ব্যবসা। আর সেটাই ঠিক সময় মত খুঁজে বের করে পর্না এবং সৃজন। বিয়ের মন্ডপে হাতেনাতে ধরে সবাইকে।

তারপরেও পর্নাকেই দোষারোপ করেছে দত্তবাড়ি লোকেরা। এদিকে সামনে এসেছে ধারাবাহিকের নয়া প্রমো। যেখানে দেখা যাচ্ছে গরমে অতিষ্ঠ হয়ে গেছে দত্ত বাড়ি। কারেন্ট চলে গেছে। তাই সবাই মিলে উঠোনে এসে হাওয়া খাচ্ছে হাত পাখা দিয়ে। সারাদিন কারেন্ট না থাকার কারণে বাড়ির মেয়েদের ভীষণই কষ্ট হচ্ছে শাড়ি পড়ে থাকতে। তখন পর্না জেঠিমাকে এসে বলে একটি নাইটি দিয়ে যে গরমে সে যেন এটি পরে। স্বাভাবিকভাবেই চোখ কপালে উঠেছে দত্ত বাড়ির ছেলেদের।

অখিলেশ সেই নাইটি কেড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলতে যায় এবং বলে এই বাড়িতে কেউ নাইটি পড়ে নি পড়বে না। ব্যাস তার কেটে যায় পর্দার সে রীতিমতো চ্যালেঞ্জ করে বসে সে দত্ত বাড়ির মেয়েদের নাইটি পড়েই ছাড়বে। জমজমাট এ প্রমো মন কেড়েছে দর্শকদের। কিন্তু তার মধ্যে থেকেই সমালোচকরা খুঁজে পেয়ে গেছেন নতুন মসলা।

একে গরম বাড়িতে কারেন্ট নেই সবাই উঠোনে বসে হাওয়া খাচ্ছে। এর মাঝে হঠাৎ করে আগুন কেন জ্বলছে এই তথ্যটাই কারুর মাথায় ঢুকছেনা। এমনও না যে তাদের কাউকে রান্নাবান্না করতে দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎ আগুন কেন জ্বলছে সেই নিয়েই এক ভক্ত লিখেছে,’নাইটির কথা না হয় বাদ দিলাম।

আগে কেউ এটা বোঝাও যে এই হাড়-জ্বালানো গরমে এরা আগুন কেন জ্বালিয়ে রেখেছে?
যদিও আমার মনে হয় episodeএ অন্যভাবে এটা দেখাবে’। হয়তো সত্যি এপিসোড দেখলে বোঝা যাবে ঠিক কোন কারণে আগুনটা জ্বলছিল দত্ত বাড়ির উঠোনে কারেন্ট চলে যাবার পরেও। তার জন্য চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায় রাত ৮:০০ টায় নিম ফুলের মধু ধারাবাহিকে।

Related Articles