বাংলা সিরিয়াল

টিআরপি তালিকায় কম যায় না কালার্স বাংলার ধারাবাহিক গুলি, চ্যানেল টপার ফেরারি মন! বাকি কে কোথায় দাঁড়িয়ে দেখে নিন

বৃহস্পতিবার মানে বাংলা টেলিভিশনের সাপ্তাহিক রিপোর্ট কার্ড সামনে আসার দিন। প্রত্যেকদিন ধারাবাহিক গুলি দেখার পর শুধুমাত্র এই দিনটির জন্যই দর্শক বসে থাকেন পছন্দের ধারাবাহিক কত নম্বরে রয়েছে সেটা জানার জন্য। প্রত্যেকবারের মতো এবারেও বেঙ্গল টপার এর খেতাব জিতেছে অনুরাগের ছোঁয়া। আইপিএলের মরসুমেও এই ধারাবাহিক বুঝিয়ে দিয়েছে বাঙালি দর্শক নড়ছে না এই ধারাবাহিক ছেড়ে।

একটু একটু করে ঠিক খেলে চলে সেই ধারাবাহিক। আবার কিছু ধারাবাহিক যেমন স্লট না পেয়ে অকালেই শেষ হয়ে যাচ্ছে। প্রধানত স্টার জলসা এবং জি বাংলা এই প্রথম শাড়ি চ্যানেল দুটির মধ্যেই রেষারেষি থাকে। আর দর্শকরাও মূলত এই চ্যানেলের ধারাবাহিক দেখতেই পছন্দ করেন। কিন্তু আরও দুটি চ্যানেল রয়েছে সেখানেও বাঙালি দর্শক নিয়মিত ধারাবাহিক দেখেন। আর সেই দুটি চ্যানেল হলো কালার্স বাংলা এবং সান বাংলা।

দর্শকরা বেশ পছন্দ করে নেই চ্যানেলে ধারাবাহিকগুলি। প্রথম সারির চ্যানেলের সঙ্গে টিআরপির দৌড়ে এঁটে উঠতে না পারলেও সদ্য শেষ হয়ে যাওয়া ইন্দ্রানী এবং ফেরারী মন ধারাবাহিকগুলি দর্শক খুবই পছন্দ করতেন। তুলসী অগ্নির রসায়ন দাঁড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দর্শক। সেই কারণেই তো চ্যানেল টপার হয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে সোহাগ এবং চাঁদের ওজন তার দাম্পত্যের গল্প জমজমাট।

এখন দেখে নেওয়া যাক কালার্স বাংলার ধারাবাহিক গুলি টিআরপি তালিকা থেকে এগিয়ে গেছে…

ফেরারি মন (০.৮৬) (চ্যানেল টপার)

সোহাগ চাঁদ (০.৭৯)

টুম্পা অটোওয়ালী (০.৫৩)

তুমি যে আমার মা (০.৫৯)

ইন্দ্রানী (০.৫১)

নায়িকা নম্বর ১ (০.৪৮)

প্রসঙ্গত দর্শকদের পছন্দের ধারাবাহিক ইন্দ্রানী গত সপ্তাহে শেষ হয়েছে। সেই জায়গায় এক নতুন ধরনের ধারাবাহিক রামকৃষ্ণা শুরু হয়েছে। রাম যে একজন আদ্যপ্রান্ত ব্রহ্মচারী। প্রেম থেকে থাকে বহু হস্ত দূরে। তাকেই প্রেমের এবিসিডি শেখাবে কৃষ্ণা। রাত আটটার স্লোটে শুরু হয়েছে এই নতুন কাহিনী।

তবে সান বাংলার ধারাবাহিক গুলির মধ্যে সবথেকে বেশি নম্বর নিয়ে এগিয়ে রয়েছে ফাগুনের মোহনা। কালার্স বাংলার মতোই ফেরারি মনের থেকেও বেশি নম্বর দখল করেছে এই ধারাবাহিক। এই চ্যানেলের দ্বিতীয় স্থানে রয়েছে সাথী। এবার সান বাংলার ধারাবাহিকের অবস্থান গুলি দেখে নেওয়া যাক।

ফাগুনের মোহনা (০.৯৪) (চ্যানেল টপার)

সাথী (০.৬৫)

সুন্দরী (০.৫০)

মেঘে ঢাকা তারা (০.৪৪)

আলোর ঠিকানা (০.৪৪)

নয়নতারা (০.৩০)

Related Articles