বাংলা সিরিয়াল

শুধু গল্পেই নয়, লীনা পিসির নায়কদের জামাতেও মিল থাকে? গল্প পর্যন্ত মেনে নেওয়া যেত কিন্তু জামাও? আরো যে কত কি দেখতে হবে লীনা পিসির দৌলাতে!

তার গল্প মানেই পরকীয়া। তবে একটা দুটো না একসঙ্গে ডবল ডবল। আসলে লীনা গাঙ্গুলী(Leena Ganguly)র গল্প মানেই এমন কিছু ঘটনা জানিয়ে দর্শকরা দেখবেন আবার আলোচনাও করবেন। থাকবে এক প্যাঁচানো প্রেম কাহিনী। তা না হলে পরকীয়া ত্রিকোণ প্রেম। মাঝেমধ্যে আবার অদ্ভুত নিয়মে সব দিয়ে থাকে। আর এই সব কিছুই থাকে টিআরপির জন্য। মাঝে মাঝে তো গল্পেরও এমন ভাবে গাছে চড়ানো হয় যে দর্শকরা কুল খুঁজে পায় না।

আসলে লীনা গাঙ্গুলীর গল্পের স্টাইলটাই এমন। আর এই রকম গল্প লিখেই বিখ্যাত হয়ে গিয়েছেন লেখিকা। যে ধারাবাহিকের সঙ্গে তার নাম জড়িয়ে যাচ্ছে সেই ধারাবাহিকের প্লট দর্শকরা আগে থেকেই বুঝে যাচ্ছেন। কারণ সব গল্পে মোটামুটি একই ধরনের ঘুরিয়ে ফিরিয়ে গল্প লেখেন তিনি। স্টার জলসায় এই মুহূর্তে তার তিনটি ধারাবাহিক চলছে যথা এক্কাদোক্কা, বালিঝড় এবং গুড্ডি।

আর এই তিনটি গল্পের বেশ কিছু মিল রয়েছে। পরকীয়া, তাতে আবার পরকীয়ায় মাঝে পরকীয়া। কিছু না হলেই ত্রিকোন প্রেম। এই ফর্মুলাতেই গল্প লিখছেন লীণা গাঙ্গুলী। কিন্তু একই ধরনের গল্প লিখলে দর্শক কতদিন আর দেখবেন? খুব স্বাভাবিকভাবেই গল্প দর্শকদের আর বেশি দিন ভালো লাগছে না। তাই টিআরপি তালিকাতেও কোন রকম ভালো ফলাফল দেখা যাচ্ছে না।

আর যখন টিআরপি আসছে না তখন চ্যানেলগুলি গল্প আর এগিয়ে নিয়ে যেতে চাইছে না, ফলে খুব তাড়াতাড়ি ধারাবাহিকগুলি বন্ধ হচ্ছে। তবে শুধু সে গল্পের মিল রয়েছে এমনটা নয়। একটু ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে গল্পের মতই জামা, কাপড়ের রং ,ক্যামেরার অ্যাঙ্গেল, এক্সপ্রেশন সবকিছুর মিল রয়েছে। আর এই মিলটা এতটাই এটাকে হুবহু মিল বলা যেতে পারে। আর দর্শকদের চোখকে কি ফাঁকি দেওয়া এতটাই সহজ। স্বাভাবিকভাবেই গল্পের মতই অন্যান্য জিনিসের এত মিল পেয়ে বেশি রাগ প্রকাশ করছেন দর্শক।

Related Articles