বাংলা সিরিয়াল

মিঠাই মিষ্টি বিক্রেতা, খড়ি শিল্পী আর দীপা ফুলওয়ালি! বড়লোক বাড়ির বউ হওয়া গল্পে পরিবর্তন আসলেও পরিবর্তন হয়নি মুখ্য চরিত্রের শিল্পী সত্ত্বায়, এখনো শিকড়কে ধরে রেখেছেন লেখিকা! খুশি দর্শক

বাংলা ধারাবাহিকের (Bengali Serial)একটা নিজস্ব জনপ্রিয়তা রয়েছে। যতই লোকে গালমন্দ করুক না কেন লোকে এড়িয়ে যেতে পারেন না এই ধারাবাহিকগুলি। তেমনই একটা জগত গড়ে উঠেছে মিঠাই, হরগৌরী পাইস হোটেল ,অনুরাগের ছোঁয়া এবং মিঠাইয়েরর মধ্যে।

বর্তমানে এই ধারাবাহিক গুলিকে ঘিরে প্রতিযোগিতার বাজার জমে উঠেছে। একটি ধারাবাহিক তৈরির ক্ষেত্রে নির্মাতাদের অনেক দিকে খেয়াল রাখতে হয়। ওয়েব সিরিজ বা সিনেমার ক্ষেত্রে ততটা খেয়াল বোধহয় রাখতে হয় না। তার মধ্যেই প্রতিযোগিতার বাজারে যদি প্লট মিলে যায় সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চা সমালোচনা তুঙ্গে ওঠে।

এই যেমন দর্শকরা খেয়াল করেছেন বর্তমানে গাঁটছড়া, হরগৌরী পাইস হোটেল এবং মিঠাইতে মিল রয়েছে। কারণ এই ধারাবাহিকের প্রধান চরিত্রগুলিতে স্মৃতি লোভ পাওয়ার মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। যদিও নির্মাতারা ভেবেছিলেন হয়তো কেউ বুঝতে পারবে না কিন্তু দর্শকদের চোখ ফাঁকি দিতে পারেননি তারা।

এবার আরো একরকম মিল খুঁজে পেলেন দর্শকরা। তবে এই মিল খুঁজে পেয়ে খুশি দর্শক। কারণ গল্পের প্রয়োজনে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে অনেক ধারাবাহিকে গল্পের গরুকে গাছে তুলে দেওয়া হয়। হয়তো দেখা যায় যে জীবনে পড়াশুনাই করেনি সে অ্যাস্ট্রোনট ,ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছু একটা হয়ে যাচ্ছে।

কিন্তু মিঠাই, গাঁটছড়া এবং অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ক্ষেত্রে হিরোইনরা শেষ পর্যন্ত সেটাই রয়েছেন যেটা তারা শুরুতে ছিল। শুরুর থেকেই মিঠাই একজন ময়রা ছিল, খড়ি একজন শিল্পী ছিল আর দীপা ছিল ফুলওয়ালি। আর এই সিরিয়ালের তিন নির্মাতা এবং রাইটার সুন্দর করেই গল্পের গোড়াকে আটকে রেখেছেন। কোনরকম অতিরিক্ত গল্প না দেখিয়ে। তাতেই খুশি দর্শক।

Related Articles