বাংলা সিরিয়াল

যতই মৌয়ের জন্য কেয়ার করুক, মনে মনে নির্ঝর এখনো ভালোবাসে ১২ বছরের প্রেমিকা চাঁদনীকেই! মনের কথা মুখে এনেই ফেলল ডোডো! মেয়েবেলা ধারাবাহিকে নয়া মোর

স্টার জলসা(Star Jalsha)য় শুরু হাওয়া জনপ্রিয় ধারাবাহিক মেয়েবেলা(Meyebela)। অল্প দিনের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে নিয়েছে। পাশাপাশি ধারাবাহিকের মূল চার চরিত্র মৌ ,নির্ঝর, চাঁদনী এবং বিথী। চারজনের জীবনের গল্পই যেন এখন দর্শকদের পছন্দের বিষয় হয়ে গেছে।

আসলে চারজনের জীবনের আড়ালেই লুকিয়ে রয়েছে ভয়ংকর এক গল্প। যা নিয়ে এখন এগিয়ে চলেছে ধারাবাহিক। যারা এই ধারাবাহিক শুরুর থেকে দেখছেন তারা জানেন ডোডোর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার ১২ বছরের প্রেমিকা চাঁদনীর। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে তাকে বিয়ে করতে হয় মৌকে। তাদের একটা চুক্তির মাধ্যমে বিয়ে হয়। কিন্তু মৌকে শুরুর থেকেই সহ্য করতে পারে না বিথী। সে সব সময় চেষ্টা করে যায় কিভাবে নির্ঝরের থেকে তাকে আলাদা করা যায়।

একইসঙ্গে সে চাঁদনীর মনেও এটাই ভরে দেয় যে নির্ঝর এখনো তাকেই ভালবাসে। তবে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলেও নির্ঝর এবং মৌ দুজনের মনেই একে অপরের জন্য একটা ভালোবাসা তৈরি হয়েছে। আর তাতে দর্শক বেশ খুশি। তবে সেই ধারণা খুব তাড়াতাড়ি ভেঙে দিল ডোডো নিজেই।

সম্প্রতি এক পর্বে দেখা গেছে চাঁদনী নির্ঝরকে প্রশ্ন করছে,’আমাদের দুজনের জয়েন্ট অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের নম্বর তোমার নাম্বারে, ওটিপি ঢুকলেও তোমার কাছে আসে, তারপরও আমরা বন্ধু হিসেবে মিশতে পারিনা। পরিস্থিতি বদলে গেছে, তোমার আর মৌয়ের সম্পর্ক আগে যা ছিল এখনও তাই আছে। তুমি স্বীকার করছ না কেন’।

তার উত্তরে নির্ঝর বলেছে,’চাঁদনী তুমি কেন এরকম করছ, তুমি তো সবই জানো। যদি তোমাকে আমাকে নিয়ে এখন কথা ওঠে, তাহলে তোমার জীবনে আমার জীবনে অশান্তি আরও বাড়বে।’ নির্ঝরের কথা শুনে মনে হয় যে মৌয়ের প্রতি সফট কর্ণার রয়েছে। কিন্তু তা নয়। নির্ঝর আড়ালে গিয়ে বলে, বন্ধুত্ব! তুমি আমি শুধুই বন্ধু? আমি এখনও তোমাকেই ভালোবাসি।কিন্তু সবার সামনে এই ভালো থাকার অভিনয়টা আমাকে করে যেতে হবে হাসিমুখে। কারণ জীবন তো আমাকে শিখিয়ে দিয়েছে যে কর্তব্যের কাছে ভালোবাসার জোর অনেক কম। তাই যতদিন না ওই দু কোটি টাকা ফেরত দিতে পারছি, আমায় হাসি মুখে এই বিয়েটা বয়ে বেড়াতে হবে’। তবে নির্ঝরের মুখ থেকে এমন কথা শুনে অনেকেই অবাক হয়ে গেছে। এমনকি কারোর কারোর মন পর্যন্ত ভেঙে গেছে।

Related Articles