বাংলা সিরিয়াল

পরকীয়া দিয়েও হলো না! শেষে টিকে থাকতে মিঠাইকে কপি করছে গুড্ডি! তবে কটাক্ষ হলেও ভক্তদের মন জয় করছে শ্যামৌপ্তির ‘মা ও মেয়ে’র দ্বৈত চরিত্র

বহুদিন ধরেই বাংলা ধারাবাহিক গুড্ডি (Guddi)দর্শকদের মন জয় করেছে। যে ধারাবাহিকের লেখিকা লীনা গাঙ্গুলী(Leena Ganguly)। বিভিন্ন ধারাবাহিকের গল্প লিখলেও তার গল্পের মূল মন্ত্র হলো পরকীয়া। যে গল্পই লিখুক না কেন তিনি তাতে এই বিষয়বস্তুটি থাকবেই। পাশাপাশি চমকে দেওয়ার মতো নানা তথ্য।

আর এই কারণেই মাঝেমধ্যে হঠাৎ কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। অনেকেই তাকে বলেছেন তার গল্প গাঁজাখুরি এবং পরকীয়ার আখড়া। এমনই তার এক বিতর্কিত ধারাবাহিক গুড্ডি। এই মুহূর্তে ধারাবাহিকের গল্প এসেছে আমল পরিবর্তন। মূল পর্যায়ের গল্প হারিয়ে এখন সম্পূর্ণ অন্য গল্পে পরিণত হয়েছে গুড্ডি।

তবে এই ধারাবাহিক এখন বেশ বড় সময়ের লিপ নিয়েছে। ধারাবাহিকের নায়ক অনুজ মারা গিয়েছে। তবে দ্বিতীয় পর্বের অনুজের ছেলে পুবলুকে হুবহু তার মতনই দেখতে হয়েছে। আসলে ওই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে রনজয় বিষ্ণুকে। তবে অনেকেই মেনে নিতে পারছে না কি করে গুড্ডির পালিত মেয়েকে গুড্ডি মতোই দেখতে হতে পারে। বিজ্ঞানের ভাষা সেটা কোন ভাবেই সম্ভব নয়।

পাশাপাশি ধারাবাহিকের দ্বিতীয় পর্বেও ত্রিকোণ প্রেমের গল্পের আভাস পাওয়া গিয়েছে। ধারাবাহিকে দ্বৈত ভূমিকায় রয়েছেন শ্যামৌপ্তি মুদলি। একদিকে প্রাণ চঞ্চল রেশমি অন্যদিকে রাশভারী গুড্ডি। দুটি চরিত্রে অভিনয় করছেন তিনি।

তবে তার একসঙ্গে দুটো রকম চরিত্র দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। সম্প্রতি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন ঘুড্ডিকে দর্শকরা অনেক ভালোবাসা দিয়েছেন। এখন আমি আর রনজয় দা ভালো বন্ধু হয়ে গেছি। রেশমি আর ঋতুরাজের সমীকরণটা অনুজ-গুড্ডির থেকেও গভীর হবে বলে মনে করছেন তিনি।

তবে দ্বৈত চরিত্রে অভিনয় করার ফলে একদিকে যেমন প্রশংসা পেয়েছেন তিনি। তেমনি অনেকেই কটাক্ষ করে বলেছেন মিঠাইকে(Mithai) নকল করে লেখিকা এরকম একটা প্লট এনেছে। মিঠাইতে মিঠি এবং মিঠাই দুটো চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা। তাই গল্পে টুইস্ট আনতে জি বাংলার উপরেই ভরসা করতে হয়েছে লীনা গাঙ্গুলীকে।

Related Articles