বাংলা সিরিয়াল

নিম ফুলের মধুর গুঁতোতে কেমন জব্দ লীনা পিসি! মাঠে আসতেই উড়িয়ে দিলে ধুলোকনাকে, বালিঝড়ও ধুঁকছে! গুড্ডি পালালো অন্য সময়ে! চরম অস্তিত্ব সংকটে লেখিকা! ট্রোল দর্শকদের

নিম ফুলের মধু (Nim Phuler Modhu)যেভাবে তেড়ে ফুঁরে করে এগোচ্ছে তাতে আর বাকি বাংলা সিরিয়াল গুলো তাড়া খেয়েছে। একেবারে নড়েচড়ে বসেছে বাদবাকিরা। কারণ এখন বাংলা ধারাবাহিক(Bengali Serial) মানে একটাই ফর্মুলা টিআরপি আসবে আর টিআরপি যাবে। তাতে মার্কেটে কত নতুন ধারাবাহিক আসছে। কিন্তু শেষ পর্যন্ত যে টিকে থাকবে তার মুখেই হাসি ফুটবে।

কিন্তু কিভাবে হাসি ফোটাবে? আসল হলো গল্প। প্রচুর বাংলা সিরিয়াল শুরু হয়েছে কিন্তু সেগুলি প্রত্যেকটি নয়া মোড়কে। পুরনো গল্পকে একটু এদিক ওদিক ভেজে নিয়ে তারপর পরিবেশন করা। আর তাতেই টিআরপি হিট। এমন বহু গল্প হয়েছে যেগুলি ছয় মাসে বন্ধ হয়ে গিয়েছে। কোনোটা ৪০০-৬০০ এপিসোডে বন্ধ হয়ে গেছে। এমন উদাহরণ ভুড়ি ভুড়ি রয়েছে বাংলা ধারাবাহিকে। তবে এবার বেশ কোমর বেঁধেই নেমেছে নতুন ধারাবাহিক গুলি।

প্রসঙ্গত সেই বিষয়ে খোদ দর্শকরাই বলছে সকালে প্লট হারিয়ে বেশ কিছু ধারাবাহিক বন্ধ হয়ে গেছে। এ কারণে অনেকেই টিআরপি না থাকার কারণ দেখিয়েছেন। কারণ চেনা মুখ দিয়ে সিরিয়ালে টিআরপি আসে না। আসল হলো গল্প। এর উদাহরণও রয়েছে বাংলা ধারাবাহিকের ইতিহাসে। যে কারণে হিরো হঠাৎ ভিলেন হয়ে যায় টিআরপি বাড়াতে।

এই যেমন কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক বালিঝড়। যেখানে অত্যন্ত শক্তিশালী তিন অভিনেতা রয়েছেন। তৃনা সাহা, কৌশিক রায় এবং ইন্দ্রাশীষ রায়। কিন্তু মুখ দিয়ে কি দর্শক পেট ভরাবে? একেবারেই নয় স্বাভাবিকভাবে মুখ থুবড়ে পড়েছে ধারাবাহিকটি। ওদিকে চ্যানেলের দিক দিয়ে প্রাইম স্লোটে ছিল। কিন্তু তাতেও কিচ্ছু হচ্ছে না।

অন্যদিকে জলসার আরেক ধারাবাহিক গুড্ডি। দীর্ঘ বার স্লট চেঞ্জ হয়েছে কিন্তু দর্শো কিছুতেই খুশি নয় এই ধারাবাহিকে নিয়ে। ওই এক টেবিলে বসে সবার কুটকাচালি দর্শক আর দেখতে চায় না। যতই
কোন না কোন কেউকে ডেকে দিয়ে কাজ করান না কেন হিট হবে না। আসল হতে হবে গল্প। যেটা দেখিয়ে দিয়েছে জি বাংলার অনেক ধারাবাহিক। আর তাদের মধ্যেই অন্যতম নিম ফুলের মধু।

Related Articles