বাংলা সিরিয়াল

‘সমুদ্র সেন আর মহার্ঘ্যর কাজ‌ই আড্ডা দেওয়া নয় বউয়ের সাথে তর্ক করা!লকডাউন মন্ত্রী নাকি?’সোশ্যাল মিডিয়ায় তুমল ট্রোলড বালি ঝড়!

অল্প কিছুদিন হল স্টার জলসায় এসেছে নতুন একটি ধারাবাহিক, এই ধারাবাহিকের নাম বালিঝড়। রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি প্রেমের গল্প, এই গল্পে মুখ্য ভূমিকায় রয়েছেন তৃণা কৌশিক আর ইন্দ্রাশিস। খড়কুটো শেষ হওয়ার পর সৌজন্য গুনগুন জুটি অর্থাৎ তৃণা কৌশিক আবার ফিরে এসেছিলো বালিঝড় ধারাবাহিকের মধ্যে দিয়ে, স্বাভাবিক ভাবেই দর্শকরা প্রচন্ড খুশি হয়ে ছিলেন কিন্তু কিছু সময় পরে দেখা গেলো এই ধারাবাহিকের টিআরপি একেবারেই বাড়ছে না, বিপরীত স্লটে থাকা ধারাবাহিকের কাছে এই ধারাবাহিক রীতিমত নাকানি চোবানি খাচ্ছে। এখন শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে স্টার জলসার জনপ্রিয় এই ধারাবাহিক বালি ঝড়। মূলত কম টিআরপির কারণে এমনটা হচ্ছে, এই ধারাবাহিক শেষ হওয়ার পর অনেকেই বলেছেন যে এই ধারাবাহিক শেষ হওয়ার পিছনে মূল কারণ হলো ইন্দ্রাশিসের মতো
শক্তিশালী এক অভিনেতাকে সাইড চরিত্র দেওয়া, অনেকেই বলেছিলেন যে খড়কুটো টু দেখবার জন্য লোকে বালি ঝড় দেখেনি। লোকে একটা নতুন কেমিস্ট্রি দেখতে চেয়েছিল ইন্দ্রাশিস আর তৃনার গল্প দেখতে চেয়ে ছিলো, কিন্তু পুরনো জুটি রিপিট করায় জনপ্রিয়তা কমেছে। কিছু মানুষ আবার বলছেন বালি ঝড় কে একটু সময় দিলে এই ধারাবাহিক ভালো টিআরপি পাবে এবং স্লটলিড করবে।

বালিঝড়ের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় অবশ্যই এই ধারাবাহিক শেষ হওয়ার কোন কথাই বলেন নি, তবে টলিপাড়ায় যে গুঞ্জন উঠেছে তাতে আরো বেশি সিলমোহর পড়েছে রামপ্রসাদের স্লট ঘোষণা হওয়ার পর। স্টার জলসায় নতুন একটি ধারাবাহিক আসবে, ভক্তিমূলক এই ধারাবাহিক রামপ্রসাদ বালিঝড়ের স্লটেই আসবে কিন্তু এখনো অবধি বালিঝড়ের নতুন স্লট ঘোষণা করা হয় নি। তাই দর্শক রীতিমতো হতাশ।

ধারাবাহিক শেষ হয়ে যাবে এই খবর শোনার পরেও অবশ্য এই ধারাবাহিক নিয়ে সমালোচনা থামেনি, কিছু মানুষ সমুদ্র সেন এবং মহার্ঘ্যকে নিয়ে সমালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন যে,“একজন মন্ত্রী, আরেকজন তার পার্সোনাল এসিস্ট্যান্ট।
তাদের একমাত্র কাজ হলো ঘরের ভিতরে বসে আড্ডা দেওয়া, নিজ নিজ বউয়ের সাথে তর্ক-বিতর্ক করা। লকডাউন মন্ত্রী”- অনেকেই আবার এই কথার সাথে সহমত হয়েছেন, কেউ কেউ আবার বিরোধী তাও করেছেন, তবে কেউই অস্বীকার করতে পারেনি রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হওয়া এই গল্পতে রাজনীতির সেরকম ছোঁয়া নেই যা এই ধারাবাহিকের টিআরপি কমার অন্যতম কারণ।

Related Articles