বাংলা সিরিয়াল

রামপ্রসাদ কেড়ে নিয়েছে সময়, ওদিকে গুড্ডির স্লটেও চালাতে দিচ্ছে না চ্যানেল! তবে কি দু মাসেই ইতি বালিঝড়! লীনা পিসি টোটাল ফ্লপ!তৃনা আবার ঘি ঢালছেন জল্পনায়

রামপ্রসাদের(Ramprasad) সময় যবে থেকে দেখানো হয়েছে তবে থেকেই অনেকে নিশ্চিত হয়ে গিয়েছিলেন তবে হয়তো টিভির পর্দা থেকে চিরতরে বিদায় নিতে চলেছে বালিঝড়(Balijhor)। আবার সূত্রের খবর অনুযায়ী গুড্ডি শেষ হলেও সেই সময়কে চ্যানেল নিজেই আগ্রহী নয় এই ধারাবাহিক চালাতে। মাত্র দুমাস হয়েছে। তবে কি দু মাসেই ইতি টানতে চলেছে বালিঝড়ের সফর!

শুরুর থেকেই টিআরপি তালিকাতে একেবারে তলানিতে ছিল বালি ঝড়। কোনরকম প্রভাব ফেলতে পারেনি টিআরপি তালিকাতে। এমনকি দু বছরের পুরনো মিঠাই ধারাবাহিকের টেক্কা দিতে পারেনি এই ধারাবাহিক। টিক্কা দেওয়া অনেক দূরের কথা ধারে কাছে আসতে পারেনি তৃণা কৌশিকের জুটি। স্বাভাবিকভাবেই বালি ঝড়ের ওপর কোপ মেরেছে চ্যানেল।

গত ১৭ ই এপ্রিল থেকে রামপ্রসাদ আসতে চলেছে সন্ধে ছটায়। এই পিরিয়ড ড্রামা চলবে ঝোরা মহার্ঘদের জায়গায়। সেই নিয়ে যদিও চ্যানেল এখনও পর্যন্ত কিছু বলেনি। কিন্তু নায়িকা যেন অন্যরকম কিছু ইশারা করতে চাইছেন। তার ইনস্টাগ্রাম স্টোরি অন্তত সেই কথাই বলছে।

সোমবার একটি ফ্যানপেজের বার্তা নিজের স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে লেখা রয়েছে,’ঝোড়ার মহার্ঘ্যর প্রতি একটু একটু মুগ্ধ হওয়া, মায়ায় পড়া….. দুজনের রসায়ন জাস্ট তৈরি হওয়া! শ্বশুর মশাইয়ের সঙ্গে ঝোড়ার বন্ডিং, সমুদ্র সেনের পর্দা ফাঁস, ঝোড়ার রাজনীতে পা…. সব হেরে গেল রেটিং-এর কাছে! ভাগ্য খারাপ না হলে গল্প, অভিনয় কোনও ক্ষেত্রেই ঘাটতি রাখেনি টিম’। পাশাপাশি আরও একটি ছবি শেয়ার করেছেন যেখানে লেখা রয়েছে,’তোমাদের ছেড়ে আমরা থাকব কী করে? তৃশিক জুটি সেরা ছিল, আছে আর থাকবে’। বোঝাই যাচ্ছে টিআরপি তালিকাতে রেটিং না পেলেও দর্শকদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি তারা।

প্রসঙ্গত অনেক আশা নিয়ে ৬ ফেব্রুয়ারি লীনা গাঙ্গুলী আবার দর্শকদের পছন্দের জুটি তৃনা এবং কৌশিক ধারাবাহিকে ফিরিয়ে এনেছিলেন। পাশাপাশি লালনকে সঙ্গে এনেছিলেন। কিন্তু কাস্টিং এই যেন গন্ডগোল হয়েছে এমনটাই অনেকে মনে করছেন। কেউ বলছেন মনে হচ্ছে খড়কুটো দেখছি আবার কেউ বলছেন যেন ধুলো কণা। মাঝখান থেকে নতুন ধারাবাহিক কেই যেন গুলিয়ে ফেলছেন অনেকে।

তবে কি ধারাবাহিক নির্মাতাদের কোন ভুল হয়ে গেল গল্প তৈরিতে! তবে টিআরপির জন্যই যে বালিঝড়ে কোপ পড়েছে সে কথা স্পষ্ট। আর স্লট বদল হোক কিংবা সিরিয়াল শেষ দু ক্ষেত্রেই যে ধারাবাহিকের ক্ষেত্রেই খুব একটা ভালো হবে না এমনটাই মনে করছেন অনেকে। প্রসঙ্গত কিছুদিন আগেই অভিনেত্রী তৃণা জানিয়েছিলেন তিনি টিআরপি নিয়ে খুব একটা মাথা ঘামান না। তার কাছে আসল হলো কাজ। এই নিয়ে স্বামীর সঙ্গেও কোনো প্রতিযোগিতা নেই তার। কারোর কাজের সমালোচনা করেন না বরং সব কাজটা অনুপ্রাণিত করে তাদের। কিন্তু বালিঝড় বন্ধ হয়ার মাঝেই টিআরপি তালিকাতে নম্বর পেতে বাংলা মিডিয়াম ছুটছে বিদেশে।

Related Articles