বাংলা সিরিয়াল

এ কেমন জামা কাপড় মেলছে গ্রামের মেয়ে! আগে নায়িকাকে কিভাবে দড়িতে কাপড় মেলতে হয় সেটা শেখান পরে অভিনয় করাবেন! বাংলা মিডিয়ামের নতুন পর্বে চূড়ান্ত খিল্লির শিকার তিয়াসা

স্টার জলসা(Star Jalsha) শুরু হওয়া নতুন ধারাবাহিক বাংলা মিডিয়াম(Bangla Medium)কে নিয়ে নিত্যনতুন কোনো না কোনো সমালোচনা উঠেই আসছে। প্রথমে ধারাবাহিকে নায়িকার লুক নিয়ে হয়ে ছিল কঠোর সমালোচনা(Trolled)। তারপর একে একে তার ইংরেজি মাধ্যম স্কুলে চাকরি পাওয়া নিয়ে যে ঘটনা দেখানো হয়েছে তা নিয়েও সমালোচনা হয়।

এবার বাংলা মিডিয়ামের এক অন্য পর্ব নিয়ে চরম ট্রোলের শিকার ধারাবাহিকের নায়িকা ইন্দিরা তথা তিয়াসা লেপচা(Tiyasha Lepcha)। যারা এই ধারাবাহিকের নিত্য দর্শক তারা জানেন এই মুহূর্তে গল্পের নায়িকা ইন্দিরা গ্রাম থেকে শহরের এক ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে এসে সেই ইংরেজি মাধ্যম স্কুলের মালিকের বাড়িতে রয়েছে। তার নিজের মতো করে সবটা গুছিয়ে নিতে তার একটু সময় লাগছে।

অত্যন্ত বড়লোক পরিবারে হঠাৎ করে গ্রামের মেয়ে এসে যেমন হকচকিয়ে যায়। ইন্দিরার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। তাই সেখানে এসে স্নানের পর কোথায় জামা কাপড় শুকনো হতে দেবে সেই নিয়ে মহা সমস্যায় পড়ে সে। অবশেষে বাড়ির চাকর তাকে দেখিয়ে দেয় ছাদের রাস্তা। সেখানেই সে জামা কাপড় মেলতে পারবে বলে জানা।

আর তাকে নিয়ে ট্রোলিং শুরু হয়েছে ঠিক এর পরেই। ইন্দিরার দড়িতে কাপড় মেলা নিয়ে চূড়ান্ত কটাক্ষের শিকার হতে হয়। কারণ সে যেভাবে কাপড় মেলছে সাধারণত তেমন ভাবে কেউ জামা কাপড় মেলে না বাড়িতে। অন্তত তার চরিত্র অনুযায়ী গ্রামের মেয়ে হয়ে দড়িতে কাপড় কিভাবে মেলতে হয় সেটা না জানাটা সত্যিই লজ্জার। এরপরেই নেটিজেনরা একে একে মন্তব্য বাক্স ভরিয়েছে এই বিষয়কে নিয়ে। কেউ লিখেছেন যা কাপড় মেলার ছিরি, আবার কেউ কেউ তো উপদেশ দিয়েছেন আগে নায়িকাকে ঠিক করে দড়িতে কাপড় মেলাটা শেখান তারপর না হয় অভিনয় করাবেন।

এর আগেও এইচটুএসও ফোরে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে সেটাকে জলে পরিণত করে আগুনে ঢালা নিয়েও কম সমালোচনার মুখে পড়তে হয়নি বাংলা মিডিয়াম ধারাবাহিককে। মুখ্য চরিত্রে রয়েছেন নীল ভট্টাচার্য(Neel Bhattacharya) এবং তিয়াসা লেপচা(Tiyasa Lepcha)।

এর আগে জি বাংলার কৃষ্ণকলি ধারাবাহিকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল। এবার স্টার জলসায় ফের দর্শকদের চাহিদাকে পূরণ করতে বাংলা মিডিয়াম ধারাবাহিকে জুটি বেঁধেছেন তারা। টিআরপির খাতাতেও বেশ ভালই ফলাফল চোখে পড়ছে নতুন ধারাবাহিকের। সমালোচনার মধ্যেও নীল-তিয়াসা ঠিকই নিজেদের ব্যাটিং চালিয়ে যাচ্ছে।

Related Articles